নিউ ইয়র্কের রাস্তায় কালো গাউনে নয়া চমক লেডি গাগার!

লেডি গাগা বরাবরই ইউনিক পোশাকের দিকে হাত বাড়িয়েছেন । ২০১০ সালে মেট গালা অ্যাওয়ার্ড শোয়ে মাংসের পোশাক থেকে শুরু করে ব্যতিক্রমী আউটফিট বেছে নেওয়ার ব্যাপারে নজর কেড়েছেন তিনি ।

নিউ ইয়র্কের রাস্তায় কালো গাউনে নয়া চমক লেডি গাগার!
রেড কার্পেটে লেডি গাগা

| Edited By: দীপ্তা দাস

Jul 04, 2021 | 10:00 AM

ফের স্পটলাইটে মার্কিন অভিনেত্রী তথা বিশ্ববিখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী লেডি গাগা। সম্প্রতি নিউইয়র্ক সিটির রাস্তায় কালো রঙের লেস গাউনে স্ট্রিট ফ্যাশানের সংজ্ঞাটাই পাল্টে দিলেন মার্কিন পপ গায়িকা।

বিচিত্র আউটফিট বেছে ফ্যাশান দুনিয়ায় খবর তৈরির জন্য সুনাম রয়েছে লেডি গাগার। ফ্যাশন আইকন এই পপতারকা সম্পরিত নিউ ইয়র্কের ম্যানহাটানের সেন্ট্রাল পার্কের কাছে প্লাজা হোটলে যাওয়ার পথে ক্যামেরাবন্দি হোন তিনি।

কালো লেসের গাউনের সঙ্গে ক্যাট-আই সানগ্লাসকে বেছে নিয়েছিলেন তিনি। হাতে ছিল এক লাখি ভিনটেজ টম ফোর্ডের পার্স। পোশাকের সঙ্গে স্টাইল ও ফ্যাশনকে সামঞ্জস্য রেখে গ্ল্যামারাস হাই-পাফ আপডু হেয়ারস্টাইল ও সাদা মুক্তোর কানের দুল পরেছিলেন পপ দুনিয়ার এই জনপ্রিয় গায়িকা।

আরও পড়ুন: কফি ডেটের জন্য কেমন সাজ ট্রেন্ডিং! কাজে লাগান এই ৫ ফ্যাশান টিপস…

আলেক্সান্ডার ম্যাককুইনের স্প্রিং/ সামার ২১ কালেকশনের এই আউটফিটেই নিজেকে সাজিয়েছিলেন লেডি গাগা । ইংলিশ ফ্যাশান ডিজাইনার তাঁর ইন্সটাগ্রাম পেজে পপতারকার এই সুন্দর ও গ্ল্যামারাস ছবি শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#LadyGaga wearing a black Chantilly lace corseted dress from the #McQueenSS21 collection, in New York. #SeenInMcQueen”.

লেডি গাগা বরাবরই ইউনিক পোশাকের দিকে হাত বাড়িয়েছেন । ২০১০ সালে মেট গালা অ্যাওয়ার্ড শোয়ে মাংসের পোশাক থেকে শুরু করে ব্যতিক্রমী আউটফিট বেছে নেওয়ার ব্যাপারে নজর কেড়েছেন তিনি । তাঁর পোশাকের অভিনবত্বের ছোঁয়া সব অ্যাওয়ার্ড শোতেই ছাপ ফেলে । সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় স্ট্রিট ফ্যাশানেও নজর কাড়লেন এই জনপ্রিয় শিল্পী ।