Deepika Padukone: লেটেস্ট ফটোশ্যুটে প্রিন্টেড শোয়েটারে ফের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোণ!

নিজস্ব স্টাইলে, নিজস্ব একদম আলাদা পছন্দের পোশাক ও ফ্যাশন সবচেয়ে বেশি আকর্ষণীয়। প্রত্যেকটি ফ্যাশনেবল পোশাকই নজরকাড়া।

Deepika Padukone: লেটেস্ট ফটোশ্যুটে প্রিন্টেড শোয়েটারে ফের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোণ!
দীপিকা পাড়ুকোণ। ফাইল ছবি

| Edited By: দীপ্তা দাস

Sep 30, 2021 | 8:43 AM

বলিউডের তারকাদের মধ্যে ফ্যাশন নিয়ে খুঁতখুতে ভাব থাকেই। সকলেরই আলাদা আলাদা ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে। সম্প্রতি একটি ফটোশ্যুটের কাজ সেরেছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোণ। তাঁর আকর্ষণী ও প্রাণবন্ত হাসিতে অনেকের হৃদয় কেড়েছেন। প্রিন্টেড নিট শোয়েটার ফের একবার তাঁর প্রেমে পড়তে বাধ্য করলেন।

নিজস্ব স্টাইলে, নিজস্ব একদম আলাদা পছন্দের পোশাক ও ফ্যাশন সবচেয়ে বেশি আকর্ষণীয়। প্রত্যেকটি ফ্যাশনেবল পোশাকই নজরকাড়া। তা সে গ্রীষ্মের হলিডে স্পেশাল পোশাক হোক কিংবা আসন্ন শীতের জন্য অসাধারণ ড্রেস। সম্প্রতি একটি ফটোশ্যুটে জ্যাকুয়ার্ড অ্যানিমাল প্রিন্ট নিট শোয়েটার বেছে নিয়েছিলেন দীপিকা। ফের একবার তাঁর পছন্দ ও স্টাইল-ফ্যাশনের একঝলক শ্যুট করে প্রমাণ করে দেখিয়ে দিলেন।

ভাবছেন এই প্রিন্টেড শোয়েটারটির দাম কত হবে? দশ হাজার কেন, পাঁচ হাজারেরও কম দাম এই শোয়েটারটির। ভারতীয় মুদ্রায় এই শোয়েটারটির দাম মাত্র ২,৭৯০ টাকা।

শ্যুটের জন্য ফাস্ট-ফ্যাশন লেবেল জারা থেকে নেওয়া জ্যাকওয়ার্ড অ্যানিমেল প্রিন্ট নিট সোয়েটারটি বেছে নিয়েছিলেন দীপিকা।সঙ্গে ট্রেন্ডি লেদারের প্যান্টের সঙ্গে নিট টপ। সঙ্গে অ্যাকসেসারিজ হিসেবে টেক্সচারড হুপ কানের দুল ও রিং পরেছিলেন।

চুলের সামনের দিকে লকস খোলা থাকলেও হেয়ার ডো ছিল খুবই সাধারণ। উইংগড আইলাইনার, মিনিম্য়াল মেকআপ ও উজ্জ্বল ত্বকের জন্য গ্ল্যামারাস লুক শ্যুটের জন্য একেবারে পারফেক্ট ছিল।

প্রসঙ্গত, একাধিক হিন্দি সিনেমার প্রোজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন কিনি। ন্যান্সি মেয়ার্সের দ্য ইন্টার্ন সিনেমার হিন্দি ভার্সানে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়া যোদ্ধা সিনেমায় হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতেও দেখা যাবে তাঁকে।

 

আরও পড়ুন: Kate Middleton: জেমস বন্ড সিরিজের প্রিমিয়ারে গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন ডাচেস অফ কেমব্রিজ!