Kate Middleton: জেমস বন্ড সিরিজের প্রিমিয়ারে গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন ডাচেস অফ কেমব্রিজ!

প্রিমিয়ারের রেড কার্পেটে প্রবেশ করার পর ইভেন্টের সকলেরই চক্ষু চড়কগাছ! নাহ ভয় পাওয়ার মতো কিছু হয়নি। প্রিমিয়ারে কেট মিডলটনের ফ্যাশন ও স্টাইল দেখে মাথা নুইয়েছেন সকলেই।

Kate Middleton: জেমস বন্ড সিরিজের প্রিমিয়ারে গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন ডাচেস অফ কেমব্রিজ!
ডাচেস অফ কেমব্রিজ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 6:54 PM

বন্ড গার্ল নাকি ডাচেস অফ কেমব্রিজ? লন্ডনে জেমস বন্ড সিরিজের ২৫ তম সিনেমা ড্যানিয়েল ক্রেইগের নো টাইম টু ডাই-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শোয়ে অংশ নিয়েছিলেন কেটমিডলটন। প্রিমিয়ারের রেড কার্পেটে প্রবেশ করার পর ইভেন্টের সকলেরই চক্ষু চড়কগাছ! নাহ ভয় পাওয়ার মতো কিছু হয়নি। প্রিমিয়ারে কেট মিডলটনের ফ্যাশন ও স্টাইল দেখে মাথা নুইয়েছেন সকলেই।

প্রিমিয়ারে কেটের সঙ্গে ছিলেন অবশ্যই ডিউক অফ কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস ও ডাচেস অফ কর্নওয়াল প্রিন্সেস ক্যামিলা। রাজকীয় অনুষ্ঠানের জন্য কেট একটি সোনালী গাউন বেছে নিয়েছিলেন। আর সেই গাউনেই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তা বলাই বাহুল্য।

রয়্যাল আলবার্ট হলে অনুষ্ঠিত প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন বাকিংহাম প্যালেসের সদস্যরা। অনুষ্ঠানের জন্য কেট মিডলটন পরে ছিলেন একটি উজ্জ্বল সোনালী রঙের জেনি প্যাহ্যাম গাউন। সিনেমার প্রিমিয়ার হলেও রেড কার্পেটে যেন রয়্যাল লুক ও গ্ল্যামার বহন করে এনেছিলেন তিন সন্তানের মা কেট। পোশাকের সঙ্গে মানানসই সোনার কানের দুল ও মেটালিক গোল্ড হিল পরেছিলেন।

কেটের গাউনটি প্লাংগিং নেকলাইন ও প্যাটার্নড সিক্যুইনের দারুণ ফিনিশিং ছিল। লাল কার্পেটের পোষাকের উজ্জ্বলতা যেন এক ধাপ বাড়িয়ে দিয়েছিলেন কেট। মিনিমাল মেকআপ লুক ও স্মোকি আইশ্যাডো, ব্লাশড চিকস, ট্রেডমার্ক হেয়ারস্টাইলে তিনি যে অনন্যা, তা বলার অপেক্ষা রাখে না। কেট মিডলটনের ম্যাজিক ও গ্ল্যামারস লুকে মোহিত হয়ে ড্যানিয়েল ক্রেগ বলেই ফেলেছেন, “jolly lovely.”!

আরও পড়ুন:  Ananya Panday: পুজোর মুডে অনন্যা পান্ডে! অসাধারণ বাঙালি সাজে তাক লাগালেন এই উঠতি তারকা