Dhanteras 2023: ফ্যাশনে এখন ট্রেন্ডে AD Jewellery, এই ধনতেরাসে সোনা-রূপোর বদলে নিতেই পারেন
American Diamond: উত্তর ভারতে জাঁকজমক করে এই ধনতেরাস উৎসব পালন করা হলেও এখন দেশজুড়ে অতি ধুমধাম করে পালন করা হয় এই উৎসব। এদিন ধনলক্ষ্মীর পুজো হয়। আবার লক্ষ্মী-গণেশের পুজো করেও অনেকে নতুন উৎসবের সূচনা করেন এই দিন
ফ্যাশনে অনেকদিন ধরেই ট্রেন্ডে রয়েছে আমেরিকান ডায়মন্ডের জুয়েলারি। হীরের মতই দ্যুতি থাকলেও আমেরিকান ডায়মন্ড কিন্তু হীরের থেকে পৃথক। আর আনকাট এই স্টোনের গয়না দেখতেও লাগে দারুণ। কিউবিক জিরকোনিয়া বা আমেরিকান ডায়মন্ড জিরকোনিয়াম ডাই অক্সাইডের ঘন স্ফটিক রূপ। এই পাথরটিও কিন্তু বেশ দামী। আর এই আমেরিকান ডায়মন্ডের বেশ কিছু প্রকারও রয়েছে। হীরের মধ্যে আসল কাজ্ঞবন থাকে আর আমেরিকান ডায়মন্ডে তা থাকে না। এই প্রতিটি স্টোনই কিন্তু হাতে বানানো হয়। আমেরিকান ডায়মন্ডের গয়নার মধ্যে যেমন একটা আভিজাত্য রয়েছে তেমনই তা দেখতেও দারুণ। ভারী থেকে সাধারণ- সব রকম ডিজাইনেই পাওয়া যায় এই আমেরিকান ডায়মন্ড। সোনার নেকলেসে যেমন এই স্টোন বসানো থাকে তেমনই রূপোর সঙ্গেও খুব ভাল দেখতে লাগে এই স্টোন।
আগে উত্তর ভারতে জাঁকজমক করে এই ধনতেরাস উৎসব পালন করা হলেও এখন দেশজুড়ে অতি ধুমধাম করে পালন করা হয় এই উৎসব। এদিন ধনলক্ষ্মীর পুজো হয়। আবার লক্ষ্মী-গণেশের পুজো করেও অনেকে নতুন উৎসবের সূচনা করেন এই দিন। বলা হয় এদিন সোনা কেনা শুভ, এতে আজীবন ঘরে ধন-সম্পদ পূর্ণ থাকে। কোনও দিন অভাব হয় না। প্রতিটি সোনা, রুপোর দোকানও এই সময় দারুণ করে সেজে ওঠে। সঙ্গে বিশেষ ছাড়েরও ব্যবস্থা থাকে। এদিক লক্ষ্মী-গণেশের রূপোর কয়েন যেমন কেনেন অনেকে তেমনই আবার অনেকে চেষ্টা করেন সোনা কিনতে। যদিও সোনার দাম এখন যে জায়গায় গিয়েছে সেখানে কেনার সামর্থ্য অধিকাংশ মানুষের নেই। ধনতেরাসে ধাতু কেনার চল রয়েছে। তাই পছন্দ হলে কিনতেই পারেন আমেরিকান ডায়মন্ডের এই গয়না।
এখন অনলাইনে খুব সুন্দর এই আমেরিকান ডায়মন্ডের গয়না পাওয়া যায়। এছাড়াও কলকাতার বাগড়ি মার্কেটেও খুব ভাল কালেকশন পেয়ে যাবেন। আর-কে ফ্যাশন জুয়েলার্সে পাবেন এমন অনেক কালেকশন। দাম শুরু ১১৫০ থেকে। এখান থেকে সারা বিশ্বেই পার্সেলের মাধ্যমে পাঠানো হয় আমেরিকান ডায়মন্ডের গয়না। শো-রুমে এসে দেখে তো কিনতেই পারেন এছাড়াও ভিডিয়ো কলের মাধ্যমেও দেখানো হয়। বিভিন্ন রং আর ডিজাইনের গয়না পেয়ে যাবেন এখান থেকে। তাই গেরী না করে খোঁজ রাখুন, ধনতেরাসে বড়বাজারের ক্যানিং স্ট্রিট থেকে কিনে আনুন আমেরিকান ডায়মন্ডের গয়না।