Fashion Ideas: ফ্যাশান আর ট্রেন্ডের মধ্যে সাধারণ কিছু ফারাক রয়েছে। কিছু মানুষ আছেন যাঁরা ফ্যাশান করতে পছন্দ করেন, কিন্তু ট্রেন্ড মানেন না। আর তাই ফ্যাশে থাকা ও ট্রেন্ডে থাকা কিন্তু এক বিষয় নয়। পছন্দ ভি-নেক এদিকে স্পষ্ট ‘ক্লিভেজ’? মুক্তমনে যে ভাবে করবেন ফ্যাশন। ফ্যাশনে ভি-নেক এর প্রবেশ ১৯৬০ সালেই। গত এক দশক ধরে পুরুষদের ফ্যাশনেই ছিল ভি-নেকের জনপ্রিয়তা। কিন্তু পুরষদের টি-শার্টে এই ভি-নেক অনেকেই প্রথম দিকে পছন্দ করতেন না। কিন্তু বর্তমানে রঙ এবং প্যার্টানের দিক থেকে ছেলেদের ফ্যাশানেও এখন অনেক রকম বৈচিত্র্য এসেছে। ট্র্যাডিশন্যাল টি-শার্টের সঙ্গে ফারাক করতেই কিন্তু ভি-নেট টি-শার্টের প্রচলন। মেয়েদের টপ কিংবা ব্লাউজে এখন ভি-নেক কাটের বেশ জনপ্রিয়তা রয়েছে।
যাঁরা ফ্যাশন করতে পছন্দ করেন এবং নিজেদেরকে ফ্যাশনে রাখতে চান তাঁরা কিন্তু সব সময় এগিয়ে রাখেন ভি-নেককে। রাফেল স্কার্ট বা সিগারেট প্যান্ট যে কোনও কিছুর সঙ্গেই কিন্তু ভাল লাগে ভি-নেক। ভি-নেট টি-শার্ট, ভি-নেক টপ, ভি-নেক ড্রেস এবং ব্লাউজ এই সবকিছুরই জনপ্রিয়তা এখন তুঙ্গে। ভি-নেক কাট কিন্তু সব সময়ই একটু ডিপ হয়। অন্যান্য পোশাকের তুলনায় ভি-নেক পোশাকে মেয়েদের ক্ষেত্রে ক্লিভেজ অনেক বেশি স্পষ্ট দেখা যায়। যে কারণে অনেকের কাছেই তা অস্বস্তিদায়ক। তবে ভি-নেক পোশাকে মেয়েদের যেমন দেখতে লাগে স্মার্ট তেমনই শরীরের গড়নও কিন্তু সুন্দর ভাবে বোঝা যায়।
ভি-নেক পোশাকে কী ভাবে সবার নজর কাড়বেন মেয়েরা?
*সাদা কিংবা ফ্লোরালে ভি-নেক দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে। এছা়ড়াও যে কোনও ডার্ক শেডের ভি-নেক টপ পরতে পারেন। সেই সঙ্গে ভারী কোনও নেকপিস করুন। লেয়ার বা স্টোন সেটিং নেকপিস এক্ষেত্রে দেখতে কিন্তু বেশি ভাল লাগে।
*ভি-নেক ড্রেসের সঙ্গে যে কোনও স্টাইলিশ স্কার্ফ কিংবা চোকারও কিন্তু দেখতে বেশ লাগে।
*শাড়ি কিংবা লেহঙ্গার সঙ্গেও এখন ভি-কাট ট্রেন্ডিং। তবে এক্ষেত্রে ভারী কাজের শাড়ি, সিক্যুয়েন, অরগ্যাঞ্জা, ভারী সিল্ক কিংবা সিন্থেটিক মেটেরিয়াল দেখতে বেশি ভাল লাগে।
*বেশিরভাগ সামার ড্রেস, জাম্পস্যুট এখন ভি-কাটের হয়। এক্ষেত্রে কানে ওয়েস্টার্ন স্টাইলের কোনও দুল পরুন। দেখতে লাগবে ভাল।
ভি-নেক পোশাক পরবেন অথচ ক্লিভেজ দেখাতে চান না? তাহলেও কিন্তু রয়েছে উপায়-
ভি-নেকের উপর সেমিট্রান্সপারেন্ট কোনও টপ পরতে পারেন। এতে দেখতেও বেশ ভাল লাগে। কিন্তু ভি-নেক পোশাকটি সেলিভলেস হতে হবে।
যদি ডিপ- কাটের জন্য পরতে সংকোচ বোধ হয় তাহলে বুকের কাছে কোনও লেসের পট্টি লাগাতে পারেন। এতে কিন্তু দেখতে ভাল লাগে। যদি ডিপ কাটের কোনও ব্লাউজ পরেন তাহলে এমন শাড়ি বাছুন যার পাড় চওড়া। এতে দেখতে ভাল লাগে, স্টাইলিশও লাগে।
আরও পড়ুন: Summer Wedding: শাড়ি কিংবা লেহঙ্গা নয়, নবাবি ঘারারাতেই ঝলমলিয়ে উঠুন ‘D-Day’তে