AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pushpak Sen: ধুতির সঙ্গে শাড়ি, কীভাবে ছক-ভাঙা ফ্যাশনে স্টাইল স্টেটমেন্ট তৈরি পুষ্পকের

Men's Fashion: ইন্সটাগ্রাম খুঁজলে দেখা যাবে ছেলেদের পোশাক নিয়েও একাধিক এক্সপেরিমেন্ট করেছেন পুষ্পক। লাল, গোলাপি, নীল... ছেলেদের ক্ষেত্রে রঙের বেড়াজাল ভেঙে বেরিয়ে এসেছেন, প্রমাণ করেছেন নিজেকে...

Pushpak Sen: ধুতির সঙ্গে শাড়ি, কীভাবে ছক-ভাঙা ফ্যাশনে স্টাইল স্টেটমেন্ট তৈরি পুষ্পকের
শাড়ি-ধুতিতে মিথ ভাঙলেন যাঁরা
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 10:42 PM
Share

প্লিট করে পরা তাঁতের শাড়ি, টানটান খোঁপা বাঁধা চুল, হাইনেক গেঞ্জির ফাঁকে উঁকি দিচ্ছে ওভার জ্যাকেট। এক হাতে ব্যাগ অন্য হাতে বাঙালির চিরপরিচিত লম্বা ছাতা, কপালে লাল টিপ… গত বছর ইতালির মিলানের রাস্তায় এমনই এক ভারতীয় যুবক সোশ্যাল মিডিয়ায় সেনসেশন তৈরি করেছিলেন। নাম পুষ্পক সেন। কলকাতারই বাসিন্দা। কলকাতায় পড়াশোনার পাট চুকিয়ে বর্তমানে ইতালির বাসিন্দা তিনি। ফ্লোরেন্সের বিখ্যাত ফ্যাশন ইনস্টিটিউট ‘পলিমোডা’-য় ‘ফ্যাশন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন’ নিয়ে পড়াশোনা করছেন পুষ্পক। শাড়িকে ফ্যাশান স্টেটমেন্ট করে তুলতেই যে তাঁর এই বিশেষ সাজ, একথা বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন পুষ্পক। আমাদের দেশের নিজস্ব একটা ফ্যাশান পরিসর রয়েছে। বিদেশের মাটিতে দেশীয় পোশাকের ভাবনা ছড়িয়ে দিতেই তাঁর এই প্রয়াস। বেশ কিছু ধুতি আর শাড়ি তিনি ওদেশে সঙ্গে করে নিয়ে গিয়েছেন। মাঝেমধ্যেই কলেজে যান ধুতি-শাড়ি পরে।

কাঁথা স্টিচ, বালুচরি থেকে শুরু করে বেগমপুরি, তাঁত, সম্বলপুরি কটকি, ইক্কত… আমাদের দেশের প্রতিটি শাড়ির নেপথ্যেই থাকে একটা করে গল্প। সেই গল্পই সবার সামনে তুলে ধরতে চেয়েছেন পুষ্পক। প্যারিসের রাস্তায় শাড়ি পরে কখনও তিনি নাচছেন, কখনও আবার জমিয়ে ইন্সটিটিউটের বাকি বন্ধুদের সঙ্গে সেলফিও তুলছেন। শাড়ি পরে একাধিক ছবি আছে তাঁর। তবে কোথাও গিয়ে মনে হয়নি যে তিনি নিজেকে অতিরঞ্জিত করছেন। অবলীলায় কালো বেনারসি যেমন অঙ্গে জড়িয়ে নিয়েছেন, তেমনই বেগমপুরি কটন পরে ঘুরে বেড়ান উত্তর কলকাতার ওলিতে-গলিতে। কখনও সটান হাজির হন গঙ্গার ঘাটে। লাল-পেড়ে সাদা শাড়ি, নথ, লাল টিপ, লাল লিপস্টিকে পুষ্পকের সাজে ফুটে উঠেছে দারুণ একটা আভিজাত্য। ‘ভোগ’ ম্যাগাজ়িনের কভারে তিনি পরেছিলেন তসর শাড়ি। সেই ছবির ক্যাপশনে পুষ্পক স্পষ্ট করে জানিয়েছেন যে, একটা সময় তাঁকে স্কুলের বন্ধুরা না-বুঝেই অশ্লীল ভঙ্গিতে ‘অ্যাই’ করে ডাকত।

শাড়ি পরা একাধিক ছবি রয়েছে পুষ্পকের সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি ক্ষেত্রেই তিনি ট্রেন্ড ভেঙেছেন। শাড়ির সঙ্গে গয়না, ব্লাউজেও এত রকম প্রকারভেদ এনেছেন, যা দেখে ভিরমি খাবে মেয়েরাও। এছাড়াও তাঁর কালেকশনে রয়েছে দেখার মতো কিছু নেকপিস। পুষ্পকের এই সাজপোশাক ফ্যাশানের আঙিনায় পরিচিত ‘অ্যান্ড্রোজিনাস ফ্যাশান’ হিসেবে। অর্থাৎ যে পোশাকে নারী-পুরুষের কোনও লিঙ্গভেদ থাকে না। ফ্যাশানকে ভেঙে ফেলাই এই ফ্যাশানের অন্যতম নীতি। কলকাতার মেক-আপ শিল্পী অনুকূল ধারাকেও দেখা গিয়েছে শাড়িতে। অনুকূল আর পুষ্পক একসঙ্গে বেশ কিছু ফটোশুটও করেছেন। ইন্সটাগ্রাম খুঁজলে দেখা যাবে ছেলেদের পোশাক নিয়েও একাধিক এক্সপেরিমেন্ট করেছেন পুষ্পক। লাল, গোলাপি, নীল… ছেলেদের ক্ষেত্রে রঙের বেড়াজাল ভেঙে বেরিয়ে এসেছেন রণবীর সিং, শাহিদ কাপুররা। গোলাপি রঙ যে ছেলেদেরও মানায়, তা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন তাঁরা। একইভাবে আইশ্যাডো ব্যবহার করে সেই বেড়া টপকেছেন পুষ্পকও।