আপনি কী ধরনের পোশাক (Clothes Choice) পরতে ভালবাসেন বা কী রঙের পোশাক আপনাকে বেশি আকর্ষণ করে এই সব কিছুই কিন্তু আপনার চরিত্রায়ণ করে। আপনি কি উজ্জ্বল রঙের পোশাক (Bright Clothes) পরতে ভালবাসেন না কি আপনি ভালবাসেন গাঢ় রঙের পোশাক পরেন তা দেখে আপনি ঠিক কেমন স্বভাবের মানুষ তা বোঝা যায়। কারণ, আপনার পোশাকের রঙের (Clothes Colour) ওপরই আপনার ব্যক্তিত্বের ধরন (Type of Personality) নির্ভর করে। মানে আপনি কেমন ধরনের মানুষ তা আপনার পছন্দের পোশাক দেখেই বলে দেওয়া যায়। আপনি কি বেশিরভাগ সময়ে ঢিলে পোশাক পরেন না কি চাপা পোশাক পরতেই ভালবাসেন, সেইসব দেখে অনায়াসেই বলে দেওয়া যায় আপনি দিল দরিয়া না কি চাপা স্বভাবের (Conservative)। আজ, সেই ধরনেরই একটা বিষয় নিয়ে আলোচনা করা হল। আসুন, দেখে নেওয়া যাক…
ঢিলে পোশাক:
যদি আপনি খুব টাইট পোশাক পরতে ভাল না বাসেন, তবে এই বিষয় স্পষ্ট যে, আপনি একজন খোলা মনের মানুষ। আপনি কন্সারভেটিভ নন। আপনি মুক্তভাবেই যে কোনও বিষয় নিয়ে ভাবতে ভালবাসেন। মানুষের সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে দ্বিধা বোধ করেন না।
টাইট পোশাক:
আপনি যদি টাইট বা চাপা পোশাক পরতে ভালবাসেন, তবে আপনি হয়তো একটু চাপা স্বভাবের। খুব সহজেই আপনি আপনার মনের কথা বলতে পারেন না। আপনি আপনার চারদিকেও একটি দেওয়াল তৈরি করে নেন ও তার বাইরে নিজেও বেরোন না, কাউকে ঢুকতেও দেন না।
স্লোগান টি-শার্ট:
আপনি যদি স্লোগান টি-শার্ট পরতে ভালবাসেন, বিশেষ করে যেসব টি-শার্টে খুবই স্পষ্ট কথা লেখা, তবে আপনি আপনার মতামত জানাতে বা প্রকাশ করতে একদম ভয় পান না। এই বিষয়টি আরও সত্যি হয়ে ওঠে যদি টি-শার্টের লেখা পলিটিকাল হয়। আপনার টি-শার্টের স্লোগান অনেকাংশেই বলে দেয়, আপনার চিন্তাভাবনা কেমন বা আপনি আসলে কী চান।
অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট:
যদি আপনি বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের পোশাক পরেন, যেমন- জ্যামিতিক, ট্রাইবাল সহ অন্যান্য, তার মানে আপনি বোল্ড। আপনার মনের কথাই আপনি সরাসরি বলেন। সব ছোট বিষয়ে নিয়ে আপনি অতটাও ভাবেন না। আপনার স্বতন্ত্র চরিত্র প্রতিষ্ঠিত রাখতে ভালবাসেন। আপনি ক্রিয়েটিভ ও এক্সপ্রেসিভ।
গাঢ় রং:
অনেকেই আছেন যাঁরা কালো রঙের পোশাক পরতে খুবই ভালবাসেন। যাঁরা কালো বা ধূসর শেডের পোশাক পরেন কিংবা নেভি ব্লু রঙের পোশাক পরেন তাঁরা কিন্তু পরিণত মনের পরিচয় দেন। আপনার সেরকমই ব্যক্তিত্ব। যিনি তাঁর জীবনে খুবই গোছানো। মানুষের সঙ্গে বুঝেশুনে কথা বলেন। যাঁরা খুবই গভীর চিন্তাভাবনা করেন, তাঁরাই বেশিরভাগ সময়ে গাঢ় রঙের পোশাক বেছে নেন।
উজ্জ্বল রং:
আপনি যদি হলুদ, কমলা বা লালের মতো উজ্জ্বল রং পরতে ভালবাসেন তাহলে আপনি একজন ট্রেন্ডসেটার! মানে, ফ্যাশন বা স্টাইলিংয়ে নতুন ধরনের পোশাক পরে নতুন কিছু স্টাইলিং করতে ভালবাসেন সব সময়। আপনি খুবই হাসিখুশি, খোলা মনের একজন মানুষ। আপনি মানুষের সঙ্গে কথা বলতে ও বন্ধুত্ব করতে ভালবাসেন। এইসব রং পজিটিভিটি ও স্বস্তির বার্তা দেয়।
তথ্যসূত্র: পপএক্সো
আরও পড়ুন: Types of Hats: এই গরমে এবার কেমন টুপি ট্রেন্ডি! কোন পোশাকের সঙ্গে কোন টুপি পরবেন, জানুন…