Sara Tendulkar: বুদাপেস্টে মিনি ভ্যাকেশনে সারা! কুল লুকে ভাইরাল হলেন সচিন-তনয়া
Fashion News: একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ইউনিকর্ন-থিমের কেক কাটার সময় রাতের পোশাক পরেই সেই আনন্দের মুহূর্ত কাটিয়েছেন। একেবারে নো মেকআপ, পায়জামা পরে চুটিয়ে মজা করেছিলেন সেদিন।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরের মেয়ে বলে কথা! সারা তেন্ডুলকরের সৌন্দর্য ও মিষ্টি হাসির প্রেমে হাবুডবু খান বহু প্রেমিক। ইন্সটাগ্রামে যখনই পোস্ট করেন, সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বলিউডের তারকা-সুন্দরীদের থেকে কোনও অংশে সারার ক্রেজ কম নয়। আর পাঁচজনের মত বড় হলেও সারা সৌন্দর্য দেখে মুগ্ধ হন ফ্যাশনপ্রেমী থেকে ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় সারা ফ্যাশন সেন্সের ঝলক বেশি চোখে পড়ে। সম্প্রতি, ২৫-এ পা দিলেন শচিন-তনয়া। গত ১২ অক্টোবর, সারা তেন্ডুলকর ২৫ বছরের জন্মদিন পালন করেছিলেন। বন্ধুবান্ধব, পরিবারকে নিয়ে ঘরোয়াভাবেই জন্মদিন পালন করা হয়েছিল। শুভেচ্ছার বন্যায় সেদিন সারা আপ্লুত। ইন্সটাগ্রামে সেই সব ছবি পোস্টও করেছিলেন তিনি। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ইউনিকর্ন-থিমের কেক কাটার সময় রাতের পোশাক পরেই সেই আনন্দের মুহূর্ত কাটিয়েছেন। একেবারে নো মেকআপ, পায়জামা পরে চুটিয়ে মজা করেছিলেন সেদিন।
সম্প্রতি ইন্সটাগ্রামে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন সারা। ২৫তম জন্মদিন উপলক্ষ্যে হাঙ্গেরির বুদাপেস্টে ছোট্ট সফরে গিয়েছেন তিনি। সেখানকার ছবিই সিরিজের মত শেয়ার করে গিয়েছেন। ছবিতে দেখা গিয়েছে, একটি সাদা প্যান্টের সঙ্গে সবুজ রঙের টপ পরেছিলেন। ন্যাচারাল মেকআপ ও খোলা চুলের সঙ্গে সারা লুক ছিল সত্যিই নজরকাড়া। স্নিগ্ধ,উজ্জ্বল, ফ্যাশনেবল লুকে সারার দিক থেকে চোখ সরানোই দায়।
View this post on Instagram
বলিউডের উঠতি তারকাদের থেকে কোনও অংশে কম যান না সারা। গ্ল্যামারাস লুক, উজ্জ্বল ব্যক্তিত্, সুন্দরী এই কন্যার ফ্যাশনসেন্সও বেশ তাক লাগিয়ে দেয়। ইন্সটাগ্রামে পোস্ট করা বিভিন্ন ছবি দেখলেই তা বোঝা যায়। তবে গ্ল্যামার জগত থেকে দূরে দেখা যায় তাঁকে। উচ্চশিক্ষার জন্য লন্ডনে পড়াশোনা করতে গিয়েছেন। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে প্রথম দিনে আইডি কার্ড সংগ্রহ করার সময়ও তিনি সকলের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন।
View this post on Instagram
View this post on Instagram





