Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srabanti Chatterjee: থাই স্লিট কালো লং গাউনে শ্রাবন্তী, অভিনেত্রীর মতো স্টাইলিশ হয়ে উঠতে আপনি কী করবেন?

Black Beauty: বডিকন এই গাউনে শ্রাবন্তীর মেদহীন চেহারাও খুব সুন্দর ভাবে ফ্লন্ট হয়েছে। হাত, কোমর থেকে অনেক মেদ তিনি ঝরিয়ে ফেলেছেন। সব মিলিয়ে শ্রাবন্তী এখন স্লিম অ্যান্ড ট্রিম

Srabanti Chatterjee: থাই স্লিট কালো লং গাউনে শ্রাবন্তী, অভিনেত্রীর মতো স্টাইলিশ হয়ে উঠতে আপনি কী করবেন?
কেমন লাগছে শ্রাবন্তীকে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 6:34 PM

কয়েক বছর আগেও তিনি নিয়মিত ডায়েট করতেন, মিষ্টি গড়নের জন্যই সবার কাছে এত কাছের অভিনেত্রী। এছাড়াও নিজের অভিনয় দক্ষতা, মিষ্টি হাসি দিয়ে অনেক আগেই সকলের মন জয় করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তুমল জনপ্রিয় তিনি। অভিনয়, নাচের পাশাপাশি শ্রাবন্তী খুব ভাল নকলও করতে পারেন। কয়েক বছর আগেও শ্রাবন্তী শরীরচর্চা নিয়ে এতটা সচেতন ছিলেন না। সেই সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চলত সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে ভীষণ রকম ফিটনেস ফ্রিক হয়েছেন অভিনেত্রী। কড়া, জিম ডায়েটের মধ্যে থাকেন। জিমের কিছু ক্লিপস তিনি নিজেই মাঝেমধ্যে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। এভাবেই তিনি বেশ কিছুটা ওজনও কমিয়ে ফেলেছেন।

গত সপ্তাহেই ছিল অভিনেত্রীর জন্মদিন। বন্ধুদের সঙ্গে ধুমধাম করেই জন্মদিন পালন করেন তিনি। কাছের বন্ধুরা, ছেলে ঝিনুকও তাঁকে সারপ্রাইজ দিয়েছে। আর কয়েক বছর পরই চল্লিশের মাইলস্টোন ছোঁবেন অভিনেত্রী। তবে তাঁর ছবি দেখে তা বোঝার জো নেই। বরং দিনের পর দিন যেন তাঁর বয়স কমেই চলেছে। জন্মদিনের পর সোশ্যাল মিডিয়াতে ধরা দিলেন একটি থাইস্লিট কালো গাউনে।

এই গাউনটির ডিজাইন খুবই সুন্দর। কালো গ্লসি মেটেরিয়ালের এই গাউনের টেলটিও খুব সুন্দর। গাউনটির গলার কাজটি বেশ আকষর্ণীয়। হাইনেক প্যার্টানে পুঁথি দিয়ে ডিজাইন করা হয়েছে। বডিকন এই গাউনে শ্রাবন্তীর মেদহীন চেহারাও খুব সুন্দর ভাবে ফ্লন্ট হয়েছে। হাত, কোমর থেকে অনেক মেদ তিনি ঝরিয়ে ফেলেছেন। সব মিলিয়ে শ্রাবন্তী এখন স্লিম অ্যান্ড ট্রিম। এই গাউনের সঙ্গে ম্যাচ করে চুলে খুব সুন্দর একটি খোঁপা করেছেন। কানে ছোট্ট স্টোন সেটিং টপ, হাতে স্টোনের ব্যাঙ্গেলস। সব মিলিয়ে খুব সুন্দর লাগছে তাঁকে। বরাবরই শ্রাবন্তী দেখতে সুন্দর। এই গাউনে তিনি যে আক্ষরিক অর্থেই ব্ল্যাক বিউটি তা বলাই বাহুল্য। সামনেই পুজো। ওজন ঝরিয়ে শ্রাবন্তীর মতো স্লিম হতে পারলে এমন গাউনে স্টাইল করতে পারেন আপনিও। সঙ্গে কিন্তু আত্মবিশ্বাসও প্রয়োজন।