আদতে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে ১৫ শতকে এই সুন্দর ও দীর্ঘ বুটগুলি তৈরি হয়েছিল। কিন্তু এখন সেইসবে বালাই নেই। শীত ছাড়াও স্ট্রিট ফ্যাশান, পার্টি ফ্যাশান কিংবা এয়ারপোর্ট ফ্যাশানে এই বুটগুলি আলাদা মাত্রা এলে দিচ্ছে। জিনস, মিডি স্কার্ট, শর্টসের সঙ্গে থাই-হাই বুট বেশ মানানসই। কালো, মেরুণের মতো বোল্ড কালার তো আছেই, পাশাপাশি আউটফিটের সঙ্গে সামঞ্জস্য রেখে উজ্জ্বল, নানারকম জীবজন্তু আঁকা বুটও এখন ফ্যাশানের তালিকায় চলে এসেছে।
আমাদের বলিউড সুন্দরীদেরও প্রথম পছন্দ এই স্টাইলিশ বুট। বুট আপ করার কিছু টিপস দেওয়া রইল এখানে…
কেদারনাথ সিনেমার অভিনেত্রী সারা আলি খান ফ্লোরাল পোশাকের সঙ্গে অফ-কালারের থাই-হাই বুট পরেছেন।
আরও পড়ুন: ২০২১ সালের ট্রেন্ডিং অ্যাক্সেসরিজ কী কী, জেনে রাখুন
ডেনিমই সব? কলঙ্ক সিনেমার তারকা সোনাক্ষী সিনহা বেছে নিয়েছেন ডেনিমের বুট!
পিকু অভিনেত্রী, দীপিকা পাডুকোন এয়ারপোর্ট লুকের জন্য বেছে নিয়েছেন কালো রঙের উজ্জ্বল তাই-হাই বুট