হেনা ট্যাটু বা মেহেন্দি ডিজাইন সারা বিশ্বে এখন জনপ্রিয়। মেহেন্দি ভারতীয় বিবাহে ব্যবহার করা হয়, তা সকলেরই জানা। কিন্তু সেই বিবাহেই মেহেন্দি শুধু সীমাবদ্ধ নয়, ভারতীয় বংশোদ্ভূত এক আমেরিকান ফ্যাশন মডেল তাঁর ডিজাইনার ব্লাউজের বদলে সুন্দর শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে মেহেন্দি ট্যাটু পরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই মডেলের মেহেন্দি ব্লাউজের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
মিসেস এশিয়া ইউএসএ ২০২২ মীনা গুপ্তা তাঁর ইন্সটাগ্রাম পেজে মেহেন্দি ডিজাইনের ব্লাউজের ভিডিয়ো পোস্ট করেন। মার্কিন দেসে জনপ্রিয় ফেস পেইন্ট ও মেহেন্দি ট্যাটু শিল্পী সুজাতা জৈন এই সুন্দর ব্লাউজের ন্যায় নকসাটি করেন।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মিনু তাঁর মেহেন্দি ব্লাউজ এঁকেছেন, সঙ্গে সাদা রঙের চিকনকারি শাড়ি বেছে নিয়েছিলেন। নূন্যতম জুয়েলারি দিয়েই নিজের সাজ শেষ করেছিলেন। কিন্তু সেখানে তাঁর ব্লাউজের ন্যায় মেহেন্দির নকসাই বেশি করে নজর কেড়েছে।
তবে মেহেন্দি ব্লাউজের ধারণা নতুন নয়। আসলে গত বছর থেকেই এমন ফ্যাশন ও স্টাইল ছড়িয়ে পড়ে। কিন্তু বেশিরভাগ মহিলা এই স্টাইল গ্রহণ করতে সাহস পাননি। কিন্তু মিনুর ভিডিয়ো ও ছবি বাইরাল হতেই বহুজন এই স্টাইলকে আপন করে নিতে অনুপ্রেরণা পেয়েছেন। এই স্টাইল যে বর্তমানে নয়া ট্রেন্ড তৈরি করতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।
মেহেন্দি ব্লাউজের মত অভিনব স্টাইলের ভিডিয়ো ভাইরাল হলেও এই ধরনের ফ্যাশনকে ভাল চোখে দেখেননি অনেকেই। তাই ভিডিয়ো ও ছবির কমেন্ট বক্সে নেগেটিভ কথাবর্তাও প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন: Sara Tendulkar: ফ্যাশন দুনিয়া পা রাখলেন সচিন-কন্যা! খাকি মিনি ড্রেসে নজর কাড়লেন সারা