AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithila Palkar: ছুটির দিনে আর ফ্যাশান নয়, ‘কাব্যা’র মতো আলসেমি থাক মন জুড়ে

Sunday Fashion: মিথিলার ফ্যাশান তাঁর অভিনয়ের মতই সাবলীল। অভিনেত্রী বলে সব সময় যে একটোন মেকআপ চড়িয়ে, কাজল পরে, সেজেগুজে ছবি তুলতে হবে এমনটা বিশ্বাস করেন না তিনি

Mithila Palkar: ছুটির দিনে আর ফ্যাশান নয়, 'কাব্যা'র মতো আলসেমি থাক মন জুড়ে
মিথিলার সানডে লুক
| Edited By: | Updated on: Jul 11, 2022 | 3:47 PM
Share

গায়ের জোরে মানতে না চাইলেও ‘অলিখিত নিয়মে’র নামই জীবন। সব চাওয়া-পাওয়ার হিসেব মেটে এই এক জীবনেই। পরজন্ম বিতর্কিত বিষয়। এ জন্মেই যে টুকু সময় পাওয়া যাচ্ছে তাই চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত সকলে। তবুও নিজের মত করে মুহূর্ত উপভোগ করার যথেষ্ট সময় কি থাকে আমাদের হাতে? প্রতি মুহূর্তেই মানুষ ভাবে এই সময়টা পেরিয়ে আসলেই নিজের মত ফুসরত মিলবে। বাস্তবে তা আর হয়ে ওঠে না। সময়কে বেঁধে রাখা বড় দায়। রোজ জীবনে ছুটতে গিয়ে চাওয়া-পাওয়ার হিসেব গুলিয়ে যায়। জীবন ছকে বাঁধা হয় না। যে কোনও সময় তা ওলট-পালট হয়ে যেতে বাধ্য। আর তাই শখ করে কেনা নীল শাড়ির সঙ্গে যে হাকোবা ব্লাউজই পরতে হবে এমন কোনও কথা নেই। সব মেয়েই বিয়েতে লাল শাড়ি পরেন বলে আপনাকেও তাই-ই করতে হবে এমন শর্ত কেউ চাপিয়ে দেয়নি। তবুও সমাজের প্রতি দায়বদ্ধতা অধিকাংশই সুকৌশলে এড়িয়ে যেতে পারেন না। বরং গা ভাসিয়ে দেন চলতি স্রোতে।

প্রতি ক্ষেত্রে ফ্যাশান নিয়ে আলোচনা মাত্রই সেখানে থাকে চুলচেরা বিশ্লেষণ। কতখানি মেপে মেকআপ করা হল, জামা, জুতো, জামার কাট- সঙ্গে অবশ্যই নির্দিষ্ট অনুষ্ঠান অনুযায়ী মেকআপ করা হল কিনা তাও দেখা হয়। আবার যাঁদের ফ্যাশান-স্টাইল একে অন্যের সঙ্গে মিলে যায় তা নিয়েও কম আলোচনা হয় না। চুল-চেরা বিশ্লেষণ লেগেই রয়েছে সব সময়। এভাবেই আমরা নিজেদের প্রতিযোগিতার মুখে ঠেলে দিচ্ছি। সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়চড়িয়ে বাড়ছে প্রত্যাশার পারদও।

রবিবার মানেই ছুটির দিন। রবিবার মানে নিজেদের মত করে সময় কাটানোর দিন। একটা সময় ছিল রবিবার মানে বাড়ির সবাই মিলে টিভির সামনে বসে সিনেমা দেখা, মাংস-ভাত খাওয়া। একসঙ্গে ঘুরতে যাওয়া। এখনকার মত পাব আর মল কালচার ছিল না। ইদানিং কালে মানুষের কাছে উইকএন্ডের মানেই বদলে গিয়েছে। সারাসপ্তাহ ব্যস্ততার পর সবাই একটু রিল্যাক্স করেই কাটাতে চান সপ্তাহের এই দুটো দিন। তাও যে সব সময় সেই সুযোগ পাওয়া যায় এমনটাও নয়। কাজ আর দূরত্বের কারণে সব সময় দেখা করার ফুসরত মেলে না প্রেমিক/ প্রেমিকার। ভরসা সেই উইকএন্ডের ভিডিয়ো চ্যাট কিংবা কফি ডেট। এমন দিনে কেউ মাথার দিব্যি দেয়নি যে আপনাকে ফ্যাশান টিপস মেনেই সাজতে হবে। এই দিনটা আপনার নিজের।কাজেই ছুটিও কাটান নিজের নিয়ম মেনেই। আদর-আলসেমিতে কাটাবেন নাকি জোয়ারে গা ভাসাবেন তা নিতান্তই আপনার সিদ্ধান্ত।

বাইরে যখন মুষল ধারায় বৃষ্টি পড়ছে তখন রবিবারের উদযাপন না হয় হোক নিজের মতই। ঠিক যেমন ‘লিটল থিংসে’র কাব্যা অর্থাৎ মিথিলা পালকার করে থাকেন। তাঁর ফ্যাশান সেন্স, স্বভাব সবই কিন্তু জেনওয়াইয়ের ঠিক মনের মতন। এমন একজন বন্ধু,  প্রেমিকা তো সকলেই চান। মিথিলার ফ্যাশান তাঁর অভিনয়ের মতই সাবলীল। অভিনেত্রী বলে সব সময় যে একটোন মেকআপ চড়িয়ে, কাজল পরে, সেজেগুজে ছবি তুলতে হবে এমনটা বিশ্বাস করেন না ধ্রুবের কাব্য।  তিনি নিজে যেমন ঘরোয়া থাকতে পছন্দ করেন, তেমনই আলগোছে ভঙ্গিতে একাধিকবার ধরা দিয়েছেন ক্যামেরায়। আপনার ‘সানডে লুক’ হোক তেমনই। শ্যাম্পু করা খোলা চুল নিজের মত করে শুকোক, দরকার নেই ড্রায়ারের, পছন্দের ঢোলা জিন্স, টি-শার্ট, শার্ট, টপ যে ভাবে খুশি পরুন। জানলা দিয়ে বৃষ্টি দেখুন, পছন্দের গান শুনুন, মেজাজ ভাল করতে বানিয়ে নিন এক কাপ কফি আর সঙ্গে জুড়ে নিন আলসেমি। ব্যাস…রবিবারে এর বেশি আর কিছুই চাওয়ার নেই।