চকোলেট, স্ট্রবেরি, ব্ল্যাক কারেন্ট, বাটার স্কচ, ভ্যানিলা – সব আইসক্রিমই দারুণ প্রিয় আইসক্রিম প্রেমীদের। ৫০টাকা হোক বা ৫০০ টাকা,লোভনীয় আইসক্রিমের জন্য মানুষ পকেট থেকে টাকা খসাতেই পারেন। তবে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিমের দাম কত হবে? ৬০ টাকা?৬০০টাকা? আচ্ছা খুবে বেশি হলে হাজার টাকা! নাহ তাতেও ভুল হচ্ছে। কারণ সোনায় মোড়া ভ্যানিলা আইসক্রিমের দাম মাত্র ৬০ হাজার টাকা! ভাবা যায়!
দুবাইয়ের জুমেইরা রোডের একটি আইসক্রিমপার্লার স্কুপি ক্যাফেতে গিয়ে প্রায় হোঁচট খেলেন ট্রাভেল ব্লগার শেহনাজ ট্রেসুরইয়াওলা । এটা তো আর যে সেই আইসক্রিম নয়! ব্ল্যাক ডায়মন্ড আইসক্রিম বলে কথা। যাতে রয়েছে তাজা ভ্যানিলা বিনসের অসাধারণ স্বাদ ও ২৩ ক্যারাট ইডিবল গোল্ড! সঙ্গে রয়েছে জ্যাফরন ও ব্ল্যাক ট্রাফেলস। একটি সুন্দর ভারস্যাসে বোলে একস্কুপ এই মহার্ঘ্য আইসক্রিমের দাম প্রায় ৩০০০ দ্রিহামস। দিরহামস। ভারতীয় মুদ্রায় ৬০ হাজার টাকা!
নিজের শেয়ার করা ভিডিয়োয় ক্যাপশনে লিখেছেন, ‘৬০ হাজার টাকা শুধুমাত্র এক স্কুপ আইসক্রিমের জন্য! দুবাইয়ে বসে আমি সোনা খেলাম। বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম এটি। কেমন স্বাদ ছিল? হুমম, এটা বেশ ইন্টারেস্টিংও বটে। হ্যাঁ তবে এই আইসক্রিম আমাকে বিনামূল্যেই পরিবেশন করেছিলেন তাঁরা!’
ভিডিয়োটি ইন্সটাগ্রামে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। এখনও পর্যন্ত ভিডিয়োটি দেখেছেন প্রায় ২ লক্ষের বেশি ইউজারস। অধিকাংশের কথায়, ‘৬০ হাজার টাকা দিয়ে তাঁরা অন্য কিছু বানিয়ে নিতে পারবেন।’ একজন আবার কমেন্ট বক্সে লিখেছেন, ‘দুবাইয়ে কী খাবেন, তার প্ল্যানিংয়ের থেকে দুবাই ট্রিপ প্ল্যানিং করা অনেক সহজ।’ অপর এরজন লিখেছেন, ‘ভারতীয় মুদ্রায় ৬০ হাজার টাকা খরচ করে একটি গোটা দোকান কিনে নেওয়া যাবে এখানে!’
আরও এক নেটিজেন লিখেছেন, ‘৬০ হাজার টাকা দিয়ে আমা ৪ বার স্পিতি ঘুরে আসতে পারব। সেখানে অন্তত আমার আত্মা শান্তি ও আনন্দ পাবে।’ আরেকজন ইউজার মজা করে জানিয়েছেন, ‘স্কুপের এক একটি কামড়ের দামই হল হাজার টাকা করে!’
স্কুপি ক্যাফেতে শুধু এই সোনা মোড়া ভ্যানিলা আইসক্রিমে চোখ ধাঁধিয়ে যাবে তা মোটেই নয়, রয়েছে চারকোল আইসক্রিমও। এই আইসক্রিমের উপরও রাখা হয়েছে মূল্যবান সোনার পাতা! কফি লেয়ারড ও ২৩ ক্যারাট সোনার পাতাতে মোড়া আইসক্রিম খাবেন নাকি একবার!
আরও পড়ুন: National Mango Day 2021: আম তো খান, কিন্তু আমের ইতিহাস জানা আছে? রইল আম নিয়ে কিছু অজানা তথ্য়…