Recipe: বৃষ্টির দিনে বাড়িতে বসে বানিয়ে ফেলুন চটকদার এই হিংয়ের কম্বো…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 21, 2021 | 11:15 AM

এখানে এই সহজ রেসিপিটি দেওয়া আপনার জন্য থাকল যা আপনাকে এই বৃষ্টির দিনে মন ভরাতে পারবে। আজকের রেসিপি- নিরামিষ  হিং নারকেলি ঘুগনি ও খাস্তা হিং পুরি

Recipe: বৃষ্টির দিনে বাড়িতে বসে বানিয়ে ফেলুন চটকদার এই হিংয়ের কম্বো...

Follow Us

বৃষ্টির দিনে রান্না করার ইচ্ছেটা বিশেষ না থাকলেও ভাল খাবার খাওয়ার ইচ্ছেটা কিন্তু বেশ থাকে। এই সময় আমরা অর্ডার করার পরিবর্তে যদি বাড়িতে খুব সহজ রেসিপি বানিয়ে ফেলতে পাড়ি তাহলে জমে যায়। এখানে এই সহজ রেসিপিটি দেওয়া আপনার জন্য থাকল যা আপনাকে এই বৃষ্টির দিনে মন ভরাতে পারবে। আজকের রেসিপি- নিরামিষ  হিং নারকেলি ঘুগনি ও খাস্তা হিং পুরি

উপকরণ: (৩ থেকে ৪ জনের পরিবেশনের ক্ষেত্রে)

নারকেলি ঘুগনির জন্য:
  1. মটর (৩০০ গ্রাম ৫ থেকে ৬ ঘণ্টা গরম জলে ভিজিয়ে রাখা)
  2. আলু ছোটো ছোটো টুকরো করে কাটা ২ টি
  3. হিং,হলুদ,লঙ্কা,জিরে,ধনে,গরম মশলা,আমচুর পাউডার,গুড়ো ১ চামচ করে ও গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ ও মৌরি শুকনো খোলায় ভেজে গুড়ো করা ১ থেকে ২ চামচ
  4. ১ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা
  5. ২ চামচ টমেটো পিউরি
  6. ২ টি কাঁচা লঙ্কা চেরা
  7. গোটা জিরে,গরম মশলা, তেজপাতা,শুকনো লঙ্কা
  8. সরষের তেল
  9. নারকেলের কুঁচি ইচ্ছা মতো,ধনেপাতা কুঁচি
  10. নুন, চিনি

হিং পুরির জন্য:

  1. ৫০০গ্রাম ময়দা
  2. নুন, চিনি
  3. সামান্য খাবার সোডা সামান্য
  4. বিউলির ডাল ২০০ গ্রাম (৩ থেকে ৪ ঘণ্টা ভিজিয়ে একটু আদা ও কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা)
  5. সরষের তেল, সাদা তেল, ঘি
  6. হিং, হলুদ ও সামান্য লঙ্কা গুড়ো
পদ্ধতি

ঘুগনি:

  1. প্রথমে ঘুগনির মটর গুলোকে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে। ২ থেকে ৩ টি সিটি দিন।

  2. তারপর যখন মটর ৮০ থেকে ৮৫ শতাংশ সেদ্ধ হয়ে যাবে তখন কিছুটা সরিয়ে নিয়ে বাকিটা প্রেশার কুকারের মধ্যেই হাতা দিয়ে চেপে চেপে পিষে দিন। আর একটু জল দিয়ে ১ টা সিটি দিয়ে নামিয়ে নিন। দেখবেন মিশ্রণটি একটু পিউরি মতো হয়ে গেছে (এভাবে যেকোনো ঘুগনি করলে খেতে খুব ভাল হবে)

  3. তারপর কড়াইতে তেল দিয়ে তাতে আলু ও নারকেল হালকা ভেজে তুলে নিন।

  4. তারপর ওই তেলেই গোটা মশলা ও হিং ফোড়ন দিয়ে তাতে আদা লঙ্কা বাটা ঢেলে ভাল করে কষিয়ে নিন।

  5. তারপর তাতে টমেটো বাটা ও সব গুড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নুন দিয়ে আবার কষান। এবার এতে আলু দিয়ে একটু জল ঢেলে ঢাকা দিয়ে রাখুন।

  6. ঢাকা খুলে যদি দেখেন যে আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে ২ রকম সেদ্ধ মটর দিয়ে মিশ্রণটি আবার ভাল করে কষিয়ে তাতে ভাজা নারকেল আর একটু চিনি দিন।

  7. এবার ওপর থেকে ভাজা মশলা, চেরা লঙ্কা, ধনেপাতা কুঁচি ছড়িয়ে তরকারিটি নামিয়ে নিন।

হিং পুরি:
  • প্রথমে ময়দা, নুন, চিনি, সাদা তেল, হিং ও খাবার সোডা সব শুকনো জিনিস ভাল করে মিশিয়ে নিন। তারপর অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়ে মণ্ডটিতে একটু তেল দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
  • তারপর কড়াইতে একটু সরষের তেল আর হিং ফোড়ন দিয়ে তাতে ডাল বাটা, নুন, হলুদ, লঙ্কা গুড়ো, চিনি দিয়ে একটু কষিয়ে পুর বানিয়ে নিন।
  • এবার ময়দার মণ্ডটির থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে তাতে পুর ভরে মুখটা চিপে বন্ধ করুন। এবার একে লুচির আকারে বেলে নিন।
  • তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে আস্তে আস্তে লুচি গুলো লাল করে ভেজে তুলে নিন।
Next Article