Recipe: পুজোয় এবার রেস্তোরাঁর মতো ডাব চিংড়ি বানিয়ে পরিবারকে চমকে দিন, রইল স্পেশাল মেনুর রেসিপি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 10, 2021 | 6:25 PM

পুজো মানেই বাঙালির পাতে পড়ে হরেক কিসিমের পদ। আর সেই পদ থেকে চিংড়ি কখনও বাদ পড়ে না। এবারের পুজোয় স্পেশাল রেসিপি হিসেবে দেওয়া হল অসাধারণ ও লোভনীয় স্বাদের ডাব চিংড়ি।

Recipe: পুজোয় এবার রেস্তোরাঁর মতো ডাব চিংড়ি বানিয়ে পরিবারকে চমকে দিন, রইল স্পেশাল মেনুর রেসিপি
ডাব চিংড়ি বানিয়ে পরিবারকে চমকে দিন,

Follow Us

বাঙালির হৃদয়জুড়ে ইলিশ আর চিংড়ি। তাই বাঙালি রেস্তোরাঁ গেলে বা কোনও অনুষ্ঠানে গেলে আগে দেখেন পাতে বা মেনুতে কী কী রয়েছে। তবে বেসি নজর থাকে মাছের পদে। কোন মাছ দেওয়া হয়েছে, ইলিশের পাতুরি রেস্তোরাঁর মেনুতে রয়েছে কিনা, কিংবা ডাব চিংড়ি বা চিংড়ির মালাইকারি রয়েছে কিনা, তা নজর রাখবেই ভোজনরসিক বাঙালি। পুজো আসছে। করোনা আতঙ্কের জেরে রেস্তোরাঁগুলিতে ভিড় না জমিয়ে বাড়িতেই বিভিন্ন স্বাদের রান্না বানিয়ে নিজেরাই খান। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনেকে ডেকে পুজোর সময় বাড়িতেই গেট টুগেদার মতো আবহ তৈরি করতে পারেন। পুজো মানেই বাঙালির পাতে পড়ে হরেক কিসিমের পদ। আর সেই পদ থেকে চিংড়ি কখনও বাদ পড়ে না। এবারের পুজোয় স্পেশাল রেসিপি হিসেবে দেওয়া হল অসাধারণ ও লোভনীয় স্বাদের ডাব চিংড়ি।

৪ জনের ডাব চিংড়ি বানাতে কী কী উপকরণ লাগবে, তা জেনে নেওয়া যাক

– ৫০০গ্রাম গলদা চিংড়ি, ১টি শাঁস-যুক্ত ডাব, ১/২ কাপ নারকেল দুধ, ১টি মাঝারি পেঁয়াজ, ১ টেবিলস্পুন আদা-রসুন বাটা, ৩-৪টি কাঁচা লঙ্কা, পরিমাণ মত সরষের তেল, স্বাদ মত নুন, ১/২ চা চামচ চিনি, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা চামচ ঘি, ১চা চামচ হলুদ গুঁড়ো

কীভাবে করবেন

গলদা চিংড়িগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে হলুদ নুন মাখিয়ে রাখতে হবে। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিকে মিক্সচারে পেস্ট তৈরি করে নিন। এবার ডাব কেটে মালাই বার করে আলাদা করে পেষ্ট করে নিতে হবে। ডাবের জল একটি কাপে ঢেলে আলাদা করে রাখুন। রান্নায় জলের পরিবর্তে ডাবের জল ব্যবহার করলে তার স্বাদই আলাদা হবে। সঙ্গে নারকেল দুধ ১/২কাপ লাগবে।

এবার একটি কড়াইতে সরষের তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো ভেজে নিন। ভাজা হয়ে গেলে চিংড়িগুলোকে তুলে আলাদা করে রাখুন। কড়াইয়ের বাকি তেলে অল্প গরম মশলা দিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ৫ মিনিট নাড়তে থাকুন। এবার হলুদ গুঁড়ো দিন। অল্প রান্না করার পর আদা ও রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক মিনিট পর নুন ও চিনি দিয়ে ভাল করে রান্না করুন।

এরপর সরষে বাটা ও নারকেল দুধ ঢেলে ভাল করে নড়াচড়া করতে হবে। ৫মিনিট রান্না করার পর তাতে ডাবের মালাই বাটা ও ডাবের জল মিশিয়ে ভাল করে নেড়ে রান্না করতে হবে। এবার ২মিনিট পর রান্না হলে তাতে ভাজা চিংড়িমাছগুলো ঢেলে দিন। ঘন হয়ে এলে তাতে কাঁচা লঙ্কা দিয়ে একটু রান্নাকরুন। শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে রাখুন।

এবার চিংড়ির কারিটা ডাবের মধ্যে পুরে ডাবের মুখে আটা মাখা লাগিয়ে ডাবের কাটা টুকরো ঠেসে লাগিয়ে দিন। ডাবটি একটি প্রেসার কুকারে গরম জলের মধ্যে বসিয়ে ভেন্ট ওয়েট খুলে ঢাকনা লাগিয়ে দিন। এভাবে ৪৫মিনিট মাঝারি আঁচে রেখে রান্না করুন। হয়ে গেলে নামিয়ে তাতে ঘি ও ডাবের মালাই দিয়ে গার্নিস করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

আরও পড়ুন: Kheer Recipe: এবার স্বাদে আনুন বদল, চটপট বানিয়ে ফেলুন এই অনন্য স্বাদের বেরি ক্ষীর!

Next Article