ধোকলা তৈরি করতে কম বেশি অনেকেই জানি। কিন্তু, আজ ধোকলা তৈরির একটা অন্য পদ্ধতি জেনে নেব। তন্দুরি ধোকলা। এর মধ্যে আপনি একটা স্মোকি ফিলও পাবেন।
Follow Us
মশলাদার খাবার খেতে বাঙালি চিরকালই ভালবাসে। তার ওপর সেই খাবারে যদি একটা স্মোকি ভাব থেকে থাকে, তাহলে তো কথাই নেই। পুজো সামনেই। আর এরই ফাঁকে যদি এই ধরনের চটকদার কিছু খাবার তৈরির কৌশলগুলো জেনে রাখা যায়, তাহলে অন্তত লাঞ্চের দিকটা নিয়ে খুব একটা ভাবতে হবে না। ডিনার তো বেশিরভাগ বাঙালিই পুজোর কটা দিন বাইরেই করে থাকে।
ধোকলা তৈরি করতে কম বেশি অনেকেই জানি। কিন্তু, আজ ধোকলা তৈরির একটা অন্য পদ্ধতি জেনে নেব। তন্দুরি ধোকলা। এর মধ্যে আপনি একটা স্মোকি ফিলও পাবেন। তন্দুরি ধোকলার মধ্যে থাকবে মশলার এক তরতাজা স্বাদ। এটা বানানো খুবই সহজ। খুব একটা বেশি সময়ও লাগে না এটা বানাতে।