পুজো স্পেশ্যাল: চারদিনের একাধিক বিশেষ পদ এই সময় থাকতেই হবে মেনুতে। যতই হোক বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। আর খাওয়ার প্রসঙ্গে যেখানে রয়েছে, সেখানে দুটি কথা সব সময় উল্লেখ হয়, প্রথমত ভোজন রসিক বাঙালি আর মাছে ভাতে বাঙালির।
মাছের দম পোক্ত
Follow Us
হাতে গোনা আর কয়েকদিন বাকি পুজো শুরু হতে। আর পুজো শুরু মানেই নো ডায়েট। জমিয়ে আড্ডা আর খাওয়া-দাওয়া। re তাই এই বিশেষ দিনে মাছের যদি বিশেষ পদ রান্না করা যেত, তাহলে বিষয়টা জমে যেত। তাই আমরা আপনার এই ইচ্ছা পূরণ করার জন্য নিয়ে এসেছি মাছের একটি দারুণ রেসিপি, যার নাম হল মাছের দম পোক্ত।
মাছের দম পোক্ত তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল-
১ গোটা পেঁয়াজ বাটা
১ চামচ আদা বাটা
১ চামচ রসুন বাটা
৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা
৫ থেকে ৬ টা রুই মাছের পিস
১ চামচ আমন্ড বাদাম বাটা
১০০ গ্রাম টক দই
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ মত নুন ও চিনি
স্বাদ মত লাল লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
১ টা তেজপাতা
পরিমাণ মত ঘি
১ চা চামচ কেওড়া জল
৭ থেকে ৮ টা কিসমিস
৩ থেকে ৪ টে লবঙ্গ
প্রয়োজন মত সর্ষের তেল ও সাদা তেল
মাছের দম পোক্ত তৈরি করার পদ্ধতি-
প্রথমে মাছ টুকরো গুলোতে পরিমাণ মতো নুন,হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর কড়াইতে পরিমাণ মত সর্ষের তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিন।
এরপর একটি আলাদা কড়াইতে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে একটা তেজপাতা, ৩-৪ টে লবঙ্গ এবং পেঁয়াজ বাটাটা দিয়ে ভাল করে ভেজে নিন। পেঁয়াজটা হালকা সোনালি বাদামি রঙ হওয়া অবধি ভেজে নিন।
তারপর তাতে আদা ও রসুন বাটাটা দিয়ে দিন এবং ভাল করে ভাজতে থাকুন।
তারপর তাতে বাদাম বাটা দিয়ে দিন। এবং তার সঙ্গে দেড় চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ চিনি ও ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভাল করে কষে নিন।
কড়াইতে তেল ছাড়তে শুরু করলে তাতে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটি মিশিয়ে দিন এবং মাঝারি আঁচে রেখে রান্না করতে থাকুন।
৩-৪ মিনিট পর তাতে ১ কাপ গরম জল দিয়ে দিন এবং একটু ফুটলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিন। তারপর তাতে কাঁচা লঙ্কা আর আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ গুলো দিয়ে দিন।
এরপর স্বাদ অনুযায়ী নুন দিন। এবং ১ চা চামচ কেওড়া জল দিয়ে ঢেকে দিন।
এবার ৫ মিনিট এভাবে মাঝারি আঁচে দম দেওয়ার পর ঢাকনাটা খুলে নিন এবং ১ চামচ ঘি ওপর দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মাছের দম পোক্ত।