বাজারে সহজেই পাউরুটি পাওয়া যায়। তাহলে কেন অযথা কষ্ট করে বাড়িতে বানাবেন পাউরুটি? কারণ বেশ কয়েকটা আছে এক্ষেত্রে। বাড়িতে বানানো পাউরুটিতে মিষ্টি কতটা হবে বা ঠিক কতটা নরম হবে সেটা এই ব্যাপারে নিয়ন্ত্রণটা পুরোপুরি আপনার হাতে থাকবে। এছাড়া এই পাউরুটি সস্তায় হবে আর পরিমাণও আপনি নিজে ঠিক করতে পারবেন।
সবথেকে বড় কারণ হল, এই পাউরুটিতে ইস্টের কোনও সম্ভাবনা থাকবে না। মানে, এটা খাওয়ার স্বাস্থ্যকর উপকারিতাও থাকছে। এমনকি পাউরুটি তৈরির প্রক্রিয়াকে বিশেষজ্ঞরা মেডিটেশন হিসেবেও দেখার পরামর্শ দিয়েছেন। ওনাদের মতে পাউরুটি তৈরির সময় আমাদের এত বেশি রিপিটেশনের মধ্যে দিয়ে যেতে হয়, যে তাতে আমাদের স্ট্রেসের একটা বড় অংশ এখানে বেরিয়ে যেতে পারে।
আরও বিভিন্ন কারণ রয়েছে বাড়িতে পাউরুটি তৈরি করার। এর মধ্যে আপনি কোনটা বেছে নিতে চান সেটা আপনার সিদ্ধান্ত। তবে, ঘরোয়া পদ্ধতিতে এই পাউরুটি তৈরি করা যে খুব সহজ কাজ সেই বিষয়ে কোনওরকম সন্দেহ নেই। আসুন, দেখে নিন কীভাবে খুব কম সময়ে আর সহজ উপায়ে বাড়িতেই পাউরুটি তৈরি করা যায়…
ওভেনে পাউরুটি তৈরি করার এই রেসিপি দেওয়া হল…
উপকরণ:
পদ্ধতি:
আরও পড়ুন: Bengali Sweets: শীতের আমেজে মন খুশ করতে বানিয়ে ফেলুন আম-মাখা সন্দেশ! রইল তার রেসিপি
আরও পড়ুন: Recipe: দীপাবলির রাতে মেক্সিকান ট্যাকস তৈরি করুন ভারতীয় স্টাইলে! রইল চানার তৈরি ট্যাকসের রেসিপি