
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটি ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালন করা হয়। আপনি যদি স্বাস্থ্যকর ডায়েটের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছেন তাহলে আপনি সাড়া বছরই পুষ্টি সম্পর্কে সচেতন আছেন। আমরা জানি লাঞ্চ বা ডিনার খুব বেশি ভারী হওয়া শরীরের পক্ষে ভাল নয়। ব্রেকফাস্ট ভারী খেতে পারি আমরা। কারণ প্রায় সারাদিন ধরে আমরা ব্রেকফাস্ট হজম করার সুযোগ পেয়ে থাকি। কিন্তু লাঞ্চ বা ডিনার হজম করার বিশেষ সুযোগ থাকে না। আর এভাবেই হজমজনিত সমস্যা থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি।
আপনার লাঞ্চ বা ডিনারের জন্য মুগ ডাল খিচুড়ির একটি পুষ্টিকর রেসিপি এখানে দেওয়া হল। ১৯৮২ সালে Ministry of Women and Child Development -এর Food and Nutrition Board ভারতে বার্ষিক অনুষ্ঠান হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা শুরু করে।
আপনি ভারতের যে কোনও রাজ্য থেকেই আসুন না কেন, খিচুড়ি এমন একটি খাবার যা এই সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় দেশকে এক করে। যদিও এর রান্নার ধরন উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম ভারতে পরিবর্তিত হয়। এই খিচুড়ি অতিরিক্ত প্রোটিন এবং সুষম কার্বোহাইড্রেট খাওয়ার নিখুঁত উপায়।
মুগ ডাল খিচুড়ি তৈরির রেসিপিটি দেখে নিন:
উপকরণ:
পদ্ধতি:
উপকারিতা:
ভাত, মুগ মসুর এবং হালকা মশলা দিয়ে তৈরি এই খিচুড়ি একটি স্বাস্থ্যকর ভারতীয় খাবার। যা অতিরিক্ত প্রোটিন এবং ফাইবারের সমৃদ্ধ উৎস। খিচুড়ি একটি নিখুঁত ওজন কমানোর খাবার যা পাচনতন্ত্রকে ডিটক্সিফাই করে এবং আরাম দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তিকে উন্নত করতে, রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও খিচুড়ি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
আরও পড়ুন: দিনের শুরুটা হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট দিয়ে! কী কী খাবেন, রইল তার রেসিপি