দুপুরের ভোজের পর পান নয়, ভাইকে দিন ‘স্পেশাল’ পান শটস! রইল রেসিপি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 22, 2021 | 9:25 AM

পান শটসটি দুপুরের খাবারের পর পরিবেশন করার নিয়ম। লাঞ্চের ভারী খাবারের পর শরীর ও মনকে হালকা ও তাজা করতে এই অসাধারণ স্বাদের শরবতটি ঠান্ডা ঠান্ডা পান করতে পারেন।

দুপুরের ভোজের পর পান নয়, ভাইকে দিন স্পেশাল পান শটস! রইল রেসিপি
'স্পেশাল' পান শটস

Follow Us

একে রবিবার, তার উপর রাখি বন্ধন উত্‍সবে আজ সারাদিন ধরেই চলবে হৈ-হুল্লোড়। হরেক রকমের মিষ্টি, লোভনীয় বাঙালি রান্না, চিকেনের নানান পদ, ভাই-বোনের প্রিয় খাবারের মেনুতে সাজানো হবে আজকের দুপুরের স্পেশাল মেনু। খাবার শেষে বাঙালির আবার মিষ্টি পান খাওয়ার ঝোঁক আছে। তবে এবার মশলা-যুক্ত গোটা পান মুখে পুরতে হবে না। রাখি বন্ধনের দিন একটু স্পেশাল করতে এবার গোটা মিষ্টি পানের বদলে বানান পান শটস! তাজা, রিফ্রেশিং, মিষ্টি ও সুস্বাদু এই পানের শরবত বদলে দিতে পারে ভাই-বোনের স্পেশাল অনুষ্ঠানকে। এই শরবতের প্রধান উপাদান সুপারি। তাতে কী! পান শটসটি দুপুরের খাবারের পর পরিবেশন করার নিয়ম। লাঞ্চের ভারী খাবারের পর শরীর ও মনকে হালকা ও তাজা করতে এই অসাধারণ স্বাদের শরবতটি ঠান্ডা ঠান্ডা পান করতে পারেন। বাড়িতেই খুব সহজে ও দ্রুততার সঙ্গে এই শটস বানিয়ে নিতে পারবেন। তবে তার আগে জেনে নেওয়া দরকার এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগবে…

কী কী লাগবে

৪ জনের জন্য পান শটস বানাতে হলে দরকার লাগবে ৪টি মিষ্টি পান পাতা, ২ টেবিলস্পুন মৌরি, ৪ টেবিলস্পুন গুলকান্দ, ৪ কাপ ভ্যানিলা আইসক্রিম, ২ টেবিলস্পুন মধু, ৪ টুকরো আইস কিউবস

কীভাবে বানাবেন

একটি ব্লেন্ডারের মধ্যে পান পাতা, গুলকান্দ, মৌরি, ভ্য়ানিলা আইসক্রিম, আইস কিউব, ও মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড হয়ে গেলে শটস গ্লাসে এই মিশ্রণটি ঢেলে দিন। এবার ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করতে দিন। খাবারের পর সুপুরির গুঁড়োর ছড়িয়ে পরিবেশন করুন পান শটস।

আরও পড়ুন: Onam Sadhya: ওনাম ভোজে ৩ ডজন খাবার থাকতেই হবে! নিয়ম না মানলে অমঙ্গল মানা হয়

Next Article