Viral Video: বিরিয়ানিতে ভাগ চাইল বোন, তারপর তার ভাই যা করল তা দেখে অবাক হয়ে যাবেন আপনি…

সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিয়োটিতে স্পষ্ট দেখা যায়, এক ভাই তার বোনের সঙ্গে কীভাবে বিরিয়ানি শেয়ার করা নিয়ে খোরাক করেছে।

Viral Video: বিরিয়ানিতে ভাগ চাইল বোন, তারপর তার ভাই যা করল তা দেখে অবাক হয়ে যাবেন আপনি...
ছবির সৌজন্যে এনডি টিভি

| Edited By: শোভন রায়

Feb 09, 2022 | 2:23 PM

খুব প্রচলিত একটা কথা আছে, ‘অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না।’ বিস্ক ফার্মের টপ বিস্কুটের বিজ্ঞাপনে এই কথাটা অনেকেই শুনে থাকবেন। এই কথাটা কিন্তু বিশেষ বিশেষ কিছু খাবারের ক্ষেত্রে সত্যিই যায়। সেরকমই একটা খাবার হল বিরিয়ানি। আমাদের বিরিয়ানিতে কেউ ভাগ বসাবে বললেই কেমন যেন একটু স্বার্থপর হয়ে যাই না আমরা? কেউ কেউ তো মুখের ওপরেই বলে দেন কোনওরকম ভাগ বসানো যাবে না।

সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিয়োটিতে স্পষ্ট দেখা যায়, এক ভাই তার বোনের সঙ্গে কীভাবে বিরিয়ানি শেয়ার করা নিয়ে খোরাক করেছে। প্রথমে ভিডিয়োটিতে দেখা যায় যে ছেলেটি এক প্লেট বিরিয়ানি খেতে বসেছে। সে সেই বিরিয়ানি চামচ দিয়েই খাচ্ছিল। কিন্তু সে তার বোনের জন্য তেল তুলতে যে ছোট চামচ ব্যবহার করা হয় রান্নাঘরে, সেই চামচ নিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছিল, বিরিয়ানি শেয়ার করে খাওয়ার কোনওরকম ইচ্ছে তার মধ্যে ছিল না।

ভিডিয়োটি দেখুন:

ভিডিয়োটি জাহ্নবী দাসেট্টি নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। শেয়ার করার পর থেকে ভিডিয়োটি ২ মিলিয়নের বেশি ভিউ আর ১৩২ কে-এর বেশি লাইক পেয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘জয়ি বিরিয়ানি ভাগ করে না।’

যদিও অনেকেই ছেলেটির চামচে করে বিরিয়ানি খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের মতে, বিরিয়ানি হাতে করে খাওয়ার মধ্যেই আসল প্রশান্তি। বিরিয়ানি নিয়ে ভাইরাল হওয়া ভিডিয়োর তালিকায় এটাই প্রথম নয়। ভারতে খাবারের ভিডিয়ো সব সময়ই অনেক বেশি ভাইরাল হয়। তার ওপর সেই খাবারের নাম যদি বিরিয়ানি হয় তাহলে তো কথাই নেই।

তথ্যসূত্র: এনডি টিভি

আরও পড়ুন: Viral Video: আগুন লেগে যাওয়া গাড়ির ভিতর আটকে পোষ্য সারমেয়! প্রাণ হাতে করে উদ্ধার করলেন এক পুলিশকর্মী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: বাড়ির ভিতর ঢুকে পড়েছিল বিশাল কেউটে! একা হাতে উদ্ধার করলেন মহিলা বনকর্মী, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Srivalli Dance Viral Video: শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপ কপি করার কিউট কায়দা একরত্তির, মন জিতে নিল নেটিজেনদের!