Viral Video: আগুন লেগে যাওয়া গাড়ির ভিতর আটকে পোষ্য সারমেয়! প্রাণ হাতে করে উদ্ধার করলেন এক পুলিশকর্মী, দেখুন ভিডিয়ো

Douglas County Sheriff- এর এক অফিসার ওই কুকুরটিকে উদ্ধার করেছিলেন। তিনিই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ফেসবুকে। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে ওই পুলিশ অফিসার লিখেছিলেন, বেশি কিছু বলার দরকার নেই। এই ভিডিয়োই সব কথা বলে দেবে।

Viral Video: আগুন লেগে যাওয়া গাড়ির ভিতর আটকে পোষ্য সারমেয়! প্রাণ হাতে করে উদ্ধার করলেন এক পুলিশকর্মী, দেখুন ভিডিয়ো
এই কুকুরটিকেই উদ্ধার করেছেন ওই পুলিশকর্মী। Photo Credit: Metro
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 2:15 PM

আচমকা আগুন লেগে গিয়েছিল গাড়িতে। আর তার ভিতরেই আটকে পড়েছিল একটি কুকুর। তবে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন এক পুলিশকর্মী (Policeman)। কীভাবে আগুন লেগে যাওয়া গাড়ির ভিতর থেকে কুকুরটিকে তিনি উদ্ধার করেছেন, সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন ওই পুলিশকর্মী। সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে উদ্ধারকাজের ভিডিয়োও। ওই পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনদের সকলে। তাঁকে ‘হিরো’ (Hero) বলেও অ্যাখ্যা দিয়েছেন অনেকে। যেভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দ্রুত গতিতে ওই কুকুরটির প্রাণ তিনি রক্ষা করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

Douglas County Sheriff- এর এক অফিসার ওই কুকুরটিকে উদ্ধার করেছিলেন। তিনিই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ফেসবুকে। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে ওই পুলিশ অফিসার লিখেছিলেন, বেশি কিছু বলার দরকার নেই। এই ভিডিয়োই সব কথা বলে দেবে। সকলের জন্য ভয়ঙ্কর একটি পরিস্থিতির কী অভূতপূর্ব সমাপ্তি হয়েছে। ফেসবুকের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি পুলিশের গাড়ি অন্য একটি গাড়ির দিকে ছুটে যাচ্ছে। ওই দ্বিতীয় গাড়িটি থেকে ধোঁয়া বেরোতেও দেখা গিয়েছে। বোঝা যাচ্ছে আগুন লেগে গিয়েছে ওই গাড়িটিতে। আগুন লেগে গাড়ির কাছাকাছি পৌঁছে পুলিশকর্মী দেখতে পান যে ভিতরে একটি কুকুর আটকে পড়েছে। খুব তাড়াতাড়িই উদ্ধারকাজে ছুটে যান তিনি। অল্প সময়ের মধ্যেই গাড়ি থেকে বের করে আনেন কুকুরটিকে। উদ্ধারকাজের সময় ওই পুলিশ আধিকারিকের মনের অবস্থা ঠিক কেমন ছিল, তিনি ঠিক কী অনুভব করছিলেন, সেই সব নিয়েও বিস্তর আলোচনা রয়েছে ওই ভিডিয়োতে। জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের নাম মাইকেল গ্রিগরেক। নিজেকে ডেপুটি বলে পরিচয় দিয়েছেন তিনি।

পুলিশের ওই ডেপুটি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরে তিনি ভাবেননি যে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন যে আগুন লেগে যাওয়ায় গাড়ির ভিতর আটকা পড়েছে একটি অসহায় প্রাণ। কুকুরটিকে ওই অবস্থায় দেখে প্রথমেই মাইকেল ঠিক করে নেন যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। সেই মতোই দ্রুত উদ্ধারকাজ শুরু করেন তিনি। তা ফলপ্রসূও হয়েছে। নিরাপদে কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সে এখন সুস্থই রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ৪.৬ লাখের বেশি ভিউ হয়েছে ফেসবুকের ওই ভাইরাল ভিডিয়োর। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। পশুপ্রেমী বিশেষ করে যাঁরা সারমেয় প্রেমী তাঁরা সকলেই ওই পুলিশকর্মী এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন- Viral Video: ‘শ্রীবল্লি’ গানে buffet কাউন্টারের সামনে নাচ তিন কোরিওগ্রাফারের! দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: বাড়ির ভিতর ঢুকে পড়েছিল বিশাল কেউটে! একা হাতে উদ্ধার করলেন মহিলা বনকর্মী, দেখুন ভাইরাল ভিডিয়ো