Viral Video: ‘শ্রীবল্লি’ গানে buffet কাউন্টারের সামনে নাচ তিন কোরিওগ্রাফারের! দেখুন ভাইরাল ভিডিয়ো
তিনজন মিলে কোনও অনুষ্ঠান বাড়িতে খাবার জায়গায় buffet কাউন্টারের সামনে এই নাচ করেছেন।
আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ রিলিজের পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে। ছবির সংলাপ থেকে গান, গানে থাকা নাচের স্টেপ— দর্শকমহলে প্রশংসা পেয়েছে সবকিছুই। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে ‘পুষ্পা’। ইনস্টাগ্রামে তো এখন ট্রেন্ডিং চলছে ছবির গান ‘শ্রীবল্লি’ এবং আল্লু অর্জুনের নাচের স্টেপ। ওই ভাবে পা টেনে হেঁটে রিলস করেননি এমন লোকের সংখ্যা এখন নেহাতই হাতেগোনা। ‘পুষ্পারাজ নেহি ঝুঁকেগা’ ডায়লগ এবং ‘শ্রীবল্লি’ গানের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। তারকা থেকে আমজনতা, খেলোয়াড় থেকে অভিনেতা এমনকি সাগরপাড়েও সাড়া জাগিয়েছে এই গান এবং সংলাপ।
দেখুন সেই নাচের ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
সম্প্রতি শ্রীবল্লি গানে একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। এই গানের যে ‘হুক স্টেপ’ সেই ড্যান্স স্টেপ নিখুঁত ভাবে অনুকরণ করে নাচতে দেখা গিয়েছে রাজি শেখকে। তিনিই এই ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাঁর সঙ্গে শ্রীবল্লির জনপ্রিয় ড্যান্স স্টেপ অনুকরণ করে নাচতে দেখা গিয়েছে জাইদ দরবার এবং নুরিন শাহকেও। তিনজন মিলে কোনও অনুষ্ঠান বাড়িতে খাবার জায়গায় buffet কাউন্টারের সামনে এই নাচ করেছেন। হাতে প্লেট নিয়ে একটি করে কাউন্টার থেকে খাবার নিয়ে অন্য কাউন্টারে যাওয়ার সময় প্রথম ওইভাবে নাচ করতে শুরু করেছিলেন রাজি শেখ। তারপর তাঁর দেখাদেখি নাচ করতে শুরু করেন জাইদ দরবার এবং নুরিন শাহ। খাবারের প্লেট হাতে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে যাওয়ার এমন স্টাইল দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা।
পেশায় এই তিনজনই কোরিওগ্রাফার। আর তাই আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’- র জনপ্রিয় গান ‘শ্রীবল্লি’ হুক স্টেপ একদম নিখুঁত ভাবে অনুকরণ করে নেচেছেন তাঁরা। তবে খাবারের কাউন্টারের সামনেও যে হাতে প্লেট নিয়ে ওভাবে নেচে নেচে পরের কাউন্টারে খাবার নিতে যাওয়া যায়, এমনটা বোধহয় কেউই ভাবেননি। তবে আমজনতা যা ভাবতে পারেন না, সেটাই করে দেখানো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাজ। আর সেটাই করেছেন এই তিন কোরিওগ্রাফার। ইতিমধ্যেই এই ভিডিয়ো ভালভাবে ভাইরাল হয়েছে। শ্রীবল্লি গানের হুক স্টেপে এই নাচ দেখে নেটিজ়েনদেরও বেশ পছন্দ হয়েছে।