AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: চিপসের প্যাকেট দিয়ে তৈরি হয়েছে শাড়ি! সেই শাড়ি আবার পরেওছেন এক মহিলা, দেখুন ভাইরাল ভিডিয়ো

নেটিজ়েনদের অনেকেই বলেছেন, এভাবে চিপসের প্যাকেট দিয়ে শাড়ি তৈরি করাকে ওই মহিলার প্রতিভা বলে তারিফ করব নাকি অদ্ভুত ঘটনা বলে হতবাক হব, সেটাই তাঁরা বুঝতে পারছেন না।

Viral Video: চিপসের প্যাকেট দিয়ে তৈরি হয়েছে শাড়ি! সেই শাড়ি আবার পরেওছেন এক মহিলা, দেখুন ভাইরাল ভিডিয়ো
না দেখলে বিশ্বাস হবে না... Photo Credit: DNA India
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 9:48 PM
Share

ফেঞ্চ ফ্রাই হোক বা নাগেট এবং চিপস কিংবা বাঙালির আলিভাজা, আলুর চপ, আলুর চিপস— স্ন্যাকসের দরবারে এইসব খাবারের জুড়ি মেলা ভার। আর চটজলদি স্ন্যাকস হিসেবে তো পটেটো চিপস (Potato Chips) সকলেরই পছন্দ। কিন্তু তাই বলে চিপসের প্যাকেট দিয়ে শাড়ি (Saree)! এরকমটা আগে শুনেছেন কখনও? এবার ঠিক এমনটাই হয়েছে। জনপ্রিয় একটি চিপসের কোম্পানির প্যাকেট দিয়ে শাড়ি বানিয়ে পরেছেন এক মহিলা। শুধু তাই নয়, ভিডিয়ো করে ইনস্টাগ্রামে (Instagram Video) তা আপলোডও করেছেন। আর পাঁচজন চিপস খেয়ে প্যাকেট সোজা ডাস্টবিনে ফেলে দেন। কেউ বা প্যাকেটের ভিতর হাওয়া বেশি চিপস কম, এসব বলে মশকরাও করে। কিন্তু চিপসের প্যাকেট দিয়ে শাড়ি বানিয়ে এর আগে কাউকে পরতে দেখা যায়নি। ইনস্টাগ্রামের ওই ভিডিয়ো নিমেষে ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে। অবাক হয়েছেন নেটিজ়েনরা।

চিপসের প্যাকেট দিয়ে শাড়ি তৈরি করে পরেছেন এক মহিলা, দেখুন ভাইরাল ভিডিয়ো

View this post on Instagram

A post shared by BeBadass.in (@bebadass.in)

ইনস্টাগ্রামে একটি পেজ রয়েছে যার নাম BeBadass.in। মহিলাদের বিভিন্ন বিষয় এই বিনোদনের পেজে আপলোড করা হয়। সেখানেই চিপসের প্যাকেট দিয়ে শাড়ি পরা এই মহিলার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ফ্যাশন ব্র্যান্ড Mae.co.in সবার প্রথমে এই ভিডিয়ো শেয়ার করেছিল। ইতিমধ্যেই প্রায় দেড় লাখের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর। সাড়ে পাঁচ হাজারেরও বেশি লাইক পড়েছে এই ভিডিয়োতে। নেটিজ়েনদের অনেকেই বলেছেন, এভাবে চিপসের প্যাকেট দিয়ে শাড়ি তৈরি করাকে ওই মহিলার প্রতিভা বলে তারিফ করব নাকি অদ্ভুত ঘটনা বলে হতবাক হব, সেটাই তাঁরা বুঝতে পারছেন না। কেউ বলছেন সত্যিই এটা প্রশংসার। কেউবা বলছেন, এত আজব কাণ্ডকারখানা করে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার চেষ্টা না করাই ভাল।

গত বছর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছিল আজব সব খাবারদাবার। খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষার ঠ্যালার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল ভোজনরসিকদের। আর এবার চিপসের প্যাকেট দিয়ে তৈরি করা শাড়ি দেখেও চমকে গিয়েছেন সকলে।

আরও পড়ুন- Viral Video: কে বলবে নববধূ! ‘ও আন্টাভা’ গানে যা নাচ দেখালেন, হাঁ হয়ে দেখলেন বিবাহ-অনুষ্ঠানের সকলে

আরও পড়ুন- Viral Video: ‘কাঁচা বাদাম’ গানে তিন ফরাসী ড্যান্সারের নাচ, ছন্দে-স্টেপে মুগ্ধ নেটপাড়া, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: বরফ জমা হ্রদের নীচে সাঁতার কাটছেন যুবক! হঠাৎ হারালেন গতিপথ, তারপর…