Viral Video: ‘কাঁচা বাদাম’ গানে তিন ফরাসী ড্যান্সারের নাচ, ছন্দে-স্টেপে মুগ্ধ নেটপাড়া, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
বাংলার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার ক্রেতাদের আকর্ষণ টানতেই সুর করে গান গেয়ে বাদাম বিক্রি করেন। আর সেই গানই আচমকা ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
শুধুমাত্র ভারতে নয় সাগরপাড়েও সারা জাগিয়েছে ভাইরাল বাংলা গান ‘কাঁচা বাদাম’। ইতিমধ্যেই পর্তুগিজ বাবা-মেয়ে, কোরিয়ান মা-মেয়ে এবং আমেরিকার রিকি পন্ড এই গানের তালে নেচে ইনস্টাগ্রামে রিল বানিয়ে ফেলেছেন। এবার সেই তালিকায় নাম জুড়েছে তিনজন ফরাসী নৃত্যশিল্পীর। সম্প্রতি এই গানের তালে নিখুঁত স্টেপে নেচে তাক লাগিয়েছিলেন পর্তুগিজ বাবা ও তাঁর একরত্তি কন্যে। এবার এই তিন ফরাসি ড্যান্সারের নাচের তারিফ করছেন নেটিজ়েনদের সকলেই। বিশ্বের বিভিন্ন প্রান্তের নেটিজ়েনদের মনজয় করেছেন এই তিন ফরাসী ড্যান্সার। জানা গিয়েছে, ফ্রান্সের নৃত্যশিল্পী জিকা ও তাঁর দুই বন্ধু এই কাঁচা বাদাম গানে নেচে ভিডিয়ো বানিয়েছেন। রঙচঙে জামাকাপড়, বাহারি গগলস আর নাচের নিখুঁত স্টেপ— সব মিলিয়ে একদম চমক দিয়েছেন জিকা ও তাঁর দুই সঙ্গী। নেটিজ়েনদের সকলেই তাঁদের নাচের স্টেপের প্রশংসায় পঞ্চমুখ।
দেখুন কাঁচা বাদাম গানে তিন ফরাসীর নাচের ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
দিন তিনেক আগে এই ভিডিয়ো শেয়ার হয়েছিল ইনস্টাগ্রামে। এর মধ্যেই ৪১ হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়ো লাইক করেছেন। জিকা ও তাঁর বন্ধুদের নাচ নেটিজ়েনদের মনে ধরেছে। বেজায় পছন্দ হয়েছে প্রায় সকলেরই। আর তাই প্রশংসা যেন থামছেই না। তারিফের বন্যা বইছে কমেন্ট বক্সে। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ আর কমেন্টের সংখ্যা। ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে ইতিমধ্যেই নাচ করে ফেলেছেন অনেকে। বাদ যাননি তারকারাও। বঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখনও শোনেননি এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। টলিউড থেকে বলিউড সর্বত্রই তারকাদের মহলে সাড়া ফেলেছে এই গান। একাধিক সেলিব্রিটি এই গানের সঙ্গে নেচে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে রিলস বানিয়ে ফেলেছেন। তবে এই গান যে সাগর পেরিয়ে সুদূর প্রাচ্যেও এত জনপ্রিয় হবে তা বোধহয় অনেকেই আন্দাজ করতে পারেননি।
বাংলার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার ক্রেতাদের আকর্ষণ টানতেই সুর করে গান গেয়ে বাদাম বিক্রি করেন। আর সেই গানই আচমকা ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। মিউজিসিয়ান Nazmu Reachat আসল কাঁচা বাদাম গানের একটি রিমিক্স ভার্সান বানিয়েছেন। আর সেটাই জনপ্রিয় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। বিশ্বের প্রায় সব কোণেই ছড়িয়ে পড়েছে বঙ্গের বাদাম বিক্রেতার এই গান। অভিনেতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কেউই এই গানের সঙ্গে নেচে ইনস্টাগ্রাম রিলস বানাতে বাদ যাননি। আগামী দিনে এই গান আরও জনপ্রিয় এবং ভাইরাল হয়ে ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন- Viral Video: বরফ জমা হ্রদের নীচে সাঁতার কাটছেন যুবক! হঠাৎ হারালেন গতিপথ, তারপর…