Viral Video: বরফ জমা হ্রদের নীচে সাঁতার কাটছেন যুবক! হঠাৎ হারালেন গতিপথ, তারপর…

ইনস্টাগ্রাম এবং টিকটকে ভাইরাল হওয়া ভিডিয়োতে প্রথমে দেখা যাবে যে একদম স্বাভাবিক ভাবেই সাঁতার কাটা শুরু করেছেন। দেখে মনেই হচ্ছে না যে ওরকম হাড় কাঁপানো ঠাণ্ডা জলে সাঁতার কাটছেন তিনি।

Viral Video: বরফ জমা হ্রদের নীচে সাঁতার কাটছেন যুবক! হঠাৎ হারালেন গতিপথ, তারপর...
শেষ পর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি। Photo Credit; Matribhumi
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 11:04 PM

আপনি কি ঠাণ্ডায় বড্ড কাবু হয়ে যান? শীতে স্নানের নাম শুনলেই কাঁপুনি ধরে? তাহলে নিঃসন্দেহে এই ভাইরাল ভিডিয়ো (Viral Video) দেখলে আপনি জবুথবু হয়ে একদম কেঁপে যাবেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কনকনে ঠাণ্ডা জলে সাঁতার (Frozen Lake) কাটছেন এক যুবক। ওই জল এতটাই ঠাণ্ডা যে জমে বরফ হয়ে রয়েছে। সেই বরফ কেটে জল বের করা হয়েছে। আর সেই হিমশীতল জলেই দিব্যি সাঁতার কাটতে শুরু করেছেন এক যুবক। তাপমাত্রা হিমাঙ্কের নীচে, তার মধ্যে ওরকম বরফ জমাট ঠাণ্ডা জলে স্নানের নাম শুনলেই আঁতকে উঠবেন সাধারণ মানুষ। কিন্তু সেই জলেই সাঁতার কেটেছেন ওই যুবক। জানা গিয়েছে, তিনি পেশায় একজন অ্যাথলিট। নাম বরিস ওরাভেক। সূত্রের খবর, স্লোভাকিয়াতে এই স্টান্ট করেছেন ওই অ্যাথলিট।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো 

View this post on Instagram

A post shared by Boris Oravec (@oravecboris)

তবে স্টান্ট করতে গিয়েছে নিজের বন্ধুবান্ধব এবং দলের সদস্যদের ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক দিয়েছেন বরিস। ইনস্টাগ্রাম এবং টিকটকে ভাইরাল হওয়া ভিডিয়োতে প্রথমে দেখা যাবে যে একদম স্বাভাবিক ভাবেই সাঁতার কাটা শুরু করেছেন। দেখে মনেই হচ্ছে না যে ওরকম হাড় কাঁপানো ঠাণ্ডা জলে সাঁতার কাটছেন তিনি। কিন্তু সমস্যা শুরু হয় একটু পরেই। জলের নীচে গিয়েই ৩১ বছরের ওই অ্যাথলিট দিশেহারা হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে এদিক ওদিক যেতে থাকেন তিনি। কোনওভাবে জল থেকে উঠে পড়তে চান। বরিসের টিমের সদস্যরাও বরফ ভেঙে জল বের করার চেষ্টা করতে থাকেন। কিন্তু লাভ হয়নি কোনও কিছুতেই। বরং যেখান দিয়ে যুবক সাঁতার কাটতে নেমেছিলেন, সেখান দিয়েই তাঁকে উঠতে হয়েছে। তবে জলের নীচে একটা দড়ি ছিল। সেটা ধরেই এগিয়েছিলেন তিনি। আর ক্রমাগত টিমের সদস্যদের বলছিলেন যে তাঁরা যেন সঠিক ভাবে নির্দেশ দেন। কারণ তাহলেই অক্সিজেনে ঘাটতি হওয়ার আগে জল থেকে উঠতে সক্ষম হবেন তিনি। বরাত ভাল যে সফলভাবেই জল থেকে উপর উঠে আসতে পেরেছিলেন তিনি।

প্রথমে যখন দম নিয়ে জলে নেমেছিলেন বরিস, তখন সব ঠিকই ছিল। ক্যামেরা নিয়ে বরিসের গতিবিধিও ট্র্যাক করা হচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই জলের নীচে দিকভ্রষ্ট হয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। কোনওমতে জল থেকে উঠতে যান। বারবার উপর দিকে বরফের মধ্যে হাত দিয়ে ধাক্কা মারতে থাকেন বরিস। তবে জলের নীচে নিজের গতিবিধি ভুল বুঝতে পেরে ফিরে আসেন তিনি। এ যাত্রায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই অ্যাথলিট। ইতিমধ্যেই এই ভিডিয়োর ভিউ হয়েছে প্রায় দেড় লক্ষের কাছাকাছি। বরিসের সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে তিনি বল হকিতে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সেই সঙ্গে তিনি একজন Red Bull ice cross অ্যাথলিট এবং একজন ক্রস ফিট অ্যাথলিট।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন- Srivalli Dance Viral Video: শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপ কপি করার কিউট কায়দা একরত্তির, মন জিতে নিল নেটিজেনদের!