AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weightloss Coffee Recipe: একমাসে ৫কেজি ওজন কমাতে ৫ মিনিটে তৈরি করুন এই বিশেষ কফি!

অত্যন্ত সহজ উপায়ে এই কফি তৈরি করতে পারেন। কারণ কয়েক মিনিটের মধ্য়েই তৈরি করা যাবে এই ওয়েটলস কফি। দ্রুত রেসিপিটি তৈরি করতে কিছু উপাদান প্রয়োজন।

Weightloss Coffee Recipe: একমাসে ৫কেজি ওজন কমাতে ৫ মিনিটে তৈরি করুন এই বিশেষ কফি!
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 12:51 AM
Share

ওজন কমানোর জন্য দ্রুত পানীয় পান করার খোঁজ করছেন কী? যদি তেমনই কিছু খুঁজে থাকেন, তাহলে এই সুস্বাদু কফির রেসিপি ট্রাই করতে পারেন। অত্যন্ত সহজ উপায়ে এই কফি তৈরি করতে পারেন। কারণ কয়েক মিনিটের মধ্য়েই তৈরি করা যাবে এই ওয়েটলস কফি। দ্রুত রেসিপিটি তৈরি করতে কিছু উপাদান প্রয়োজন। শরীরকে সুস্থ ও ফিট রাখতে এই পানীয় তৈরি করতে কী কী উপকরণ লাগবে, তা জেনে নিন একনজরে…

কী কী লাগবে

১ চা চামচ কফি, ২ কাপ জল, ১ চা চামচ মধু, ২ টেবিলস্পুন লেমন জুস, ১ ইঞ্চি দারচিনি।

কীভাবে করবেন

সাধারণ কিন্তু উপকারী এই কফি তৈরি করতে প্রথমে একটি প্যানে ২ কাপ জল গরম করতে দিন। তাতে দারচিনি স্টিক দিয়ে দিন। জল বেশ কিছুটা ফুটে গেলে তাতে এক চা চামচ কফি পাউডার দিন। এরপর কপি ফুটে গেলে তাতে লেবুর রস ও এক চা চামচ মধু দিয়ে দিতে হবে। অল্প ফুটিয়ে গরম গরম এই সুস্বাদু পানীয় পরিবেশন করতে পারেন। নিজের জন্য সময় পেলে এই সহজ ও ডায়েট কফি বানিয়ে নিতে পারেন।

আরও পড়ুন:  Christmas Recipe: সামনেই বড়দিন! ব্রেকফাস্টে ট্যুইস্ট আনতে আজই বানান সসেজ ব্রেকফাস্ট ক্যাসেরোল