Maha Kumbh: আরজি কর কাণ্ডে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মহাকুম্ভে এই সাধ্বীই!
Maha Kumbh 2025-Harsha Richhariya: সাধ্বী হর্ষা রিচারিয়াকে নিয়ে মহাকুম্ভে আলোচনা তুঙ্গে। তাঁর নানা ভিডিয়ো ভাইরাল হচ্ছে। নানা ধর্মীয় আচারে অংশ নেওয়া, ধর্মগুরুদের সঙ্গে সাধনা করছেন, এমন ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে আরও একটা তথ্য প্রকাশ্যে এসেছে।
মহাকুম্ভ মেলা থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন সাধ্বী হর্ষা রিচারিয়া। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই পরিচয় দিয়েছেন ইনস্টাগ্রামে। যদিও মহাকুম্ভে তাঁর উপস্থিতি, নানা ধর্মীয় আচারে যোগদান এবং সাক্ষাৎকারেও বলেছেন, জীবনের সব কিছু ত্যাগ করে এই নতুন জীবন বেছে নিয়েছেন। সাধ্বী হর্ষা রিচারিয়াকে নিয়ে মহাকুম্ভে আলোচনা তুঙ্গে। তাঁর নানা ভিডিয়ো ভাইরাল হচ্ছে। নানা ধর্মীয় আচারে অংশ নেওয়া, ধর্মগুরুদের সঙ্গে সাধনা করছেন, এমন ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে আরও একটা তথ্য প্রকাশ্যে এসেছে। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে পথে নেমেছিলেন হর্ষা।
আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় কেঁপে উঠেছিল শহর কলকাতা। ‘তিলোত্তমা’র খুন ও ধর্ষণের বিচারের দাবিতে পথে নেমেছিল কলকাতা। রাত দখল করেছিল লাখো মানুষ। বিচারের দাবিতে শুধু কলকাতাই নয়, সরব হয়েছিল এই বাংলা এবং তাতে সামিল হয়েছিল সারা দেশ। কুম্ভমেলার নানা ভিডিয়ো পোস্ট করে ঝড় তোলা হর্ষা রিচারিয়াও মোমবাতি জ্বালিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন। বিচারের দাবিতে পথে নেমেছিলেন। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভিডিয়ো রয়েছে।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দেওয়া হর্ষা সে সময় সকলের কাছে আবেদন করেছিলেন, প্রত্যেকটা পুরুষ যেন এগিয়ে আসে এবং প্রত্যেকে যেন এই প্রতিজ্ঞাই করেন, দেশে যাতে আর কোনও ধর্ষণের ঘটনা না ঘটে। তেমনই প্রত্যেকটা ছেলের কাছে আবেদন করেন, রাখী বন্ধনে বোনকে কোনও উপহার না দিয়ে বরং একটা প্রতিজ্ঞা করুন, যে ভাবে নিজের বোনকে রক্ষা করেন, তেমনই দেশের প্রতিটা নারীর রক্ষা করুন।
View this post on Instagram