AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৮২ বছর বয়সেও কীভাবে অমিতাভের এত ঝকঝকে ত্বক? সিক্রেট ফাঁস করলেন বিগ বি

সোশাল মিডিয়ায় কৌন বনেগা ক্রোড়পতির একটি ঝলক শেয়ার হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণী প্রতিযোগী বিগ বির ঝকঝকে ত্বকের প্রশংসায় পঞ্চমুখ। ফ্য়ানের মুখে প্রশংসা শুনে তো লজ্জায় লাল বিগ বিও।

৮২ বছর বয়সেও কীভাবে অমিতাভের এত ঝকঝকে ত্বক? সিক্রেট ফাঁস করলেন বিগ বি
Follow Us:
| Updated on: Jun 16, 2025 | 4:04 PM

বুডঢা হোগা তেরা বাপ! হ্যাঁ, অমিতাভ বচ্চনের এই ছবি বক্স অফিসে ফ্লপ হলেও, ছবির নাম যে বলিউডের শহেনশাহর সঙ্গে সমর্থক, তা যত দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে। অমিতাভের বয়স এখন ৮২। তবে তাঁর স্টাইল ও ফুরফুরে মেজাজ কাত করে দিতে পারে নতুন প্রজন্মের নায়কদের। মহিলা ফ্যানের সংখ্যাও হিংসা করার মতো। আর তার প্রমাণ পাওয়া যায় কৌন বনেগা ক্রোড়পতির ফ্লোরে। ঠিক যেমন ঘটল সম্প্রতি।

সোশাল মিডিয়ায় কৌন বনেগা ক্রোড়পতির একটি ঝলক শেয়ার হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণী প্রতিযোগী বিগ বির ঝকঝকে ত্বকের প্রশংসায় পঞ্চমুখ। ফ্য়ানের মুখে প্রশংসা শুনে তো লজ্জায় লাল বিগ বিও। ঠিক তখনই ফস করে তরুণী জিজ্ঞাসা করে ফেললেন, আপনার মুখ এত চকচকে কোন ময়েশ্চারাইজার মাখেন?

তরুণীর প্রশ্নে তো অবাক অমিতাভ। উত্তরে বললেন, আমি কোনওদিনই ময়েশ্চারাইজার মাখিনি। এমনকী, এই শব্দ উচ্চারণ করতেও অসুবিধা হয় আমার। আমি ছোটবেলা থেকেই সরষের তেল মাখি। আর এটাই আমার একমাত্র রূপচর্চা।

কৌন বনেগা ক্রোড়পতিতে প্রথম থেকেই অমিতাভ প্রতিযোগীদের সঙ্গে নানান রসিকতা করে থাকেন। কখনও কখনও তো প্রেমের প্রস্তাবও পান মহিলা অনুরাগীদের কাছ থেকে। তবে কোনও তরুণীর সঙ্গে রূপচর্চার কথা শেয়ার করতে হবে, তা আন্দাজও করতে পারেননি অমিতাভ।