AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রিয় পোষ্যকে নিয়ে বিমানে উঠবেন? সঠিক নিয়ম না জানলেই বিপদ!

কেবিনে পোষ্য নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ক্যারিয়ার নির্বাচন। ক্যারিয়ারটি অবশ্যই এয়ারলাইন-অনুমোদিত হতে হবে এবং এমন আকারের হতে হবে, যাতে পোষ্য স্বচ্ছন্দে বসতে, দাঁড়াতে ও ঘুরে দাঁড়াতে পারে। তবে পাশাপাশি ক্যারিয়ারটিকে বাধ্যতামূলকভাবে যাত্রী আসনের নিচে ঢুকে যাওয়ার মতো মাপের হতে হবে । পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকলে কেবিনে পোষ্যের অস্বস্তি হতে পারে।

প্রিয় পোষ্যকে নিয়ে বিমানে উঠবেন? সঠিক নিয়ম না জানলেই বিপদ!
| Updated on: Jan 27, 2026 | 6:54 PM
Share

কাজের প্রয়োজনে হোক বা ঘুরতে বিমানে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় অনেকেই বেশ চিন্তায় থাকেন প্রিয় পোষ্যকে কীভাবে সঙ্গে নিয়ে যাবেন? অনেকেই সমস্যায় পড়ার ভয়ে বিমানেই চড়েন না। আবার কেউ মন খারাপ করে প্রিয় পোষ্যকে বাড়িতে রেখেই চলে যান।

যদিও বিমানে ভ্রমণ এখন আগের তুলনায় অনেকটাই সহজ হয়েছে। তবে এয়ারলাইনের নির্দিষ্ট নিয়ম, ডকুমেন্টেশন এবং প্রস্তুতি ঠিকঠাক না থাকলে শেষ মুহূর্তে বড় সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। পোষ্যকে বিমানে নিয়ে যেতে মাথায় রাখতে হবে বেশ কিছু নিয়ম। সাধারণত বেশ কিছু ভুল করেন যাত্রীরা যা এড়িয়ে চলতে হবে।

প্রথমেই যাত্রীদের জানতে হবে, সব এয়ারলাইন পোষ্যকে কেবিনে নিয়ে যাওয়ার অনুমতি দেয় না। যেসব এয়ারলাইন দেয়, সেখানেও নির্দিষ্ট ওজনসীমা, আলাদা চার্জ প্রযোজ্য রয়েছে। তাই টিকিট কাটার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইনের পেট ট্রাভেল পলিসি ভালো করে দেখে নেওয়া জরুরি।

কেবিনে পোষ্য নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ক্যারিয়ার নির্বাচন। ক্যারিয়ারটি অবশ্যই এয়ারলাইন-অনুমোদিত হতে হবে এবং এমন আকারের হতে হবে, যাতে পোষ্য স্বচ্ছন্দে বসতে, দাঁড়াতে ও ঘুরে দাঁড়াতে পারে। তবে পাশাপাশি ক্যারিয়ারটিকে বাধ্যতামূলকভাবে যাত্রী আসনের নিচে ঢুকে যাওয়ার মতো মাপের হতে হবে । পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকলে কেবিনে পোষ্যের অস্বস্তি হতে পারে।

পোষ্যকে খাবার খাওয়ানো এবং পানীয় পান করানোর ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, ফ্লাইটের ঠিক আগে ভারী খাবার দিলে পোষ্যের বমি বা অস্বস্তি হতে পারে। সাধারণত যাত্রার কয়েক ঘণ্টা আগে হালকা খাবার দেওয়া ভালো। অল্প পরিমাণ জল দেওয়া যেতে পারে, তবে অতিরিক্ত জল এড়িয়ে চলাই নিরাপদ।

নিরাপত্তা পরীক্ষার সময় অনেক যাত্রী সমস্যায় পড়েন। এয়ারপোর্টের সিকিউরিটি চেক-পয়েন্টে পোষ্যকে কিছুক্ষণের জন্য ক্যারিয়ার থেকে বের করতে হতে পারে। তাই পোষ্যকে লীশ বা হারনেসে রাখলে তাকে নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। একই সঙ্গে সবসময় ভ্যাকসিনেশন সার্টিফিকেট, হেলথ চেক-আপ রিপোর্ট এবং প্রয়োজনীয় পরিচয়পত্র সবই সঙ্গে রাখতে হয়।

সিট নির্বাচনের ক্ষেত্রেও সচেতন হওয়া প্রয়োজন। যে আসনের নিচে ক্যারিয়ার আরামে রাখা যাবে, এমন সিট বেছে নেওয়াই সবচেয়ে নিরাপদ। অনেকেই ভাবেন শুধু জানালার পাশের সিট হলেই সুবিধা হবে তবে সব সময় সেক্ষেত্রে সুবিধা মেলে না।

যাত্রীরা সাধারণত কী কী ভুল করেন?

এয়ারলাইনের নিয়ম না জেনে যাত্রা করা, ভুল মাপের ক্যারিয়ার ব্যবহার, প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং পোষ্যকে আগে থেকে ক্যারিয়ারের সঙ্গে অভ্যস্ত না করা। এসব কারণে ফ্লাইটে ওঠার শেষ মুহূর্তে অনুমতি পেতে বাধা পড়তে পারে। পোষ্যকে বিমানের কেবিনে নিয়ে যেতে চাইলে আগে থেকে পরিকল্পনা করতে হবে, সঠিক নিয়ম জানতে হবে এবং সঠিক প্রস্তুতি নিতে হবে। তাতেই পোষ্য এবং মালিক—দুজনেরই যাত্রা হবে নিরাপদ ও ঝামেলামুক্ত।