বগলে চাকা-চাকা দাদ? চুলকানি কমাতে মলমের পাশাপাশি প্রাকৃতিক উপাদানের সাহায্য নিন
Ringworm-Home Remedies: দাদ হলে ত্বকের উপর গোল-গোল, চাকা-চাকা দাগ তৈরি হয়। এবং সেটা লাল কিংবা গোলাপি রঙের হয়। এই ছত্রাক সংক্রমণ দূর করতে আপনাকে চিকিৎসা সাহায্য নিতে হবে। সাধারণ কিছু অয়েন্টমেন্ট ও ট্যাবলেটের দ্বারা দাদের সমস্যা দূর করা যায়।
‘রিংওয়ার্ম’ বা ‘দাদ’—নামটার সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। কিন্তু ত্বকে দাদ দেখা দিলে যে কী-কী সমস্যা দেখা দেয়, তা একমাত্র সেই মানুষটি জানেন, যাঁর হয়। ফাঙ্গাল ইনফেকশন বা সংক্রমণ হল এই দাদ। অর্থাৎ, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন তাহলে এই দাদের সমস্যা দেখা দিতে পারে। আবার সংক্রমণ হওয়ায় একজনের থেকে অন্যজনের মধ্যেও ছড়িয়ে পড়ে। হাত-পা, বগল, পায়ের আঙুলের খাঁজে, উরুতে বিভিন্ন জায়গায় এই দাদের সমস্যা দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় ত্বকের ওই অংশ চুলকাতে থাকে। সময়মতো এর যত্ন না নিলে সমস্যা আরও বাড়ে।
দাদ হলে ত্বকের উপর গোল-গোল, চাকা-চাকা দাগ তৈরি হয়। এবং সেটা লাল কিংবা গোলাপি রঙের হয়। এই ছত্রাক সংক্রমণ দূর করতে আপনাকে চিকিৎসা সাহায্য নিতে হবে। সাধারণ কিছু অয়েন্টমেন্ট ও ট্যাবলেটের দ্বারা দাদের সমস্যা দূর করা যায়। এছাড়া আপনি ঘরোয়া উপায়েও দাদের সমস্যাকে দূর করতে পারবেন। চুলকানি থেকেও মুক্তি পাবেন।
নিমপাতা: নিমের ঔষধিগুণ সম্পর্কে কমবেশি সকলেরই জানা। দাদের মতো সংক্রমণ থেকে মুক্তি দিতে পারে নিম। নিম পাতার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাজা নিমপাতা বেটে আপনি সংক্রমণ স্থানে লাগাতে পারেন। এতে চুলকানির হাত থেকেও মুক্তি পাবেন।
নারকেল তেল: নারকেল তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা রুখে দিতে সাহায্য করে। আপনি দাদের উপর সরাসরি নারকেল তেল লাগাতে পারেন। এছাড়া আপনি লেমনগ্রাস ও তিলের তেলের সঙ্গে নারকেল তে মিশিয়ে দাদের উপর লাগান। এতেই চুলকানি থেকে দ্রুত মুক্তি মিলবে।
হলুদ: সংক্রমণের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে হলুদ। ত্বকের একাধিক সমস্যা দূর করতে হলুদ দারুণ উপযোগী। কাঁচা হলুদ বেটে সরাসরি সংক্রমক স্থানে লাগাতে পারেন। দাদ সেরে না যাওয়া পর্যন্ত আপনি হলুদ ব্যবহার করতে পারেন।
গাঁদা ফুল: গাঁদা ফুল দাদ সহ একাধিক ত্বকের সমস্যাকে রুখে দিতে পারে। গাঁদা ফুলের মধ্যে অ্যান্টি-অ্যালার্জিক ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। আপনি গাঁদা ফুলের তেল বা পেস্ট ত্বকের উপর লাগাতে পারেন। এতে চুলকানি ও অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন।