Unwanted Hair Removal: পুজোর আগে স্যালোঁয় যেতে পারছেন না? অবাঞ্ছিত লোম তুলতে ঘরেই বানিয়ে ফেলুন সুগার ওয়াক্স

DIY Wax: এ বারের পুজোর আগে আপনারও যদি সময়ের অভাবে পার্লার বা স্যালোঁয় যাওয়া হচ্ছে না, তা হলে ব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরে নিজেই বানিয়ে নিন এই সুগার ওয়াক্স। আর সেটি ব্যবহার করে পুজোর দিনে পান আত্মবিশ্বাসী লুক, লোমহীন ত্বকের গ্লো।

Unwanted Hair Removal: পুজোর আগে স্যালোঁয় যেতে পারছেন না? অবাঞ্ছিত লোম তুলতে ঘরেই বানিয়ে ফেলুন সুগার ওয়াক্স
পুজোর আগে স্যালোঁয় যেতে পারছেন না? অবাঞ্ছিত লোম তুলতে ঘরেই বানিয়ে ফেলুন সুগার ওয়াক্সImage Credit source: Pinterest

Sep 22, 2025 | 12:38 AM

দুর্গাপুজোর (Durga Puja) আগে সময়ের টানাটানিতে অনেকেই স্যালোঁর দিকে পা বাড়ানোর সুযোগ পান না। যার ফলে ওয়াক্সিং করানোর সুযোগও মেলে না। ফলে প্যান্ডেল হপিং কিংবা বিশেষ দিনে স্টাইলিশ পোশাক পরার ক্ষেত্রেও একটা সমস্যা থেকে যায়। আর তা থাকে অনাকাঙ্ক্ষিত লোমের (Unwanted Hair) জন্য। তবে আর চিন্তার কিছু নেই! ঘরেই সহজে তৈরি করে নিতে পারেন সুগার ওয়াক্স। যা স্যালোঁ ওয়াক্সিংয়ের মতোই কার্যকরী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

সুগার ওয়াক্স বানানোর উপায়

চিনি ১ কাপ (এটি ন্যাচারাল বেস), হাফ লেবুর রস (এটি অবাঞ্ছিত লোম তোলার সঙ্গে সঙ্গে ত্বককেও ফর্সা করে), জল পরিমাণমতো। সব একসঙ্গে একটি পাত্রে দিয়ে নাড়তে থাকুন। সিরাপ যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে এবং আঠালো টান টান হবে, তখন নামিয়ে নিতে হবে। এ বার তা ঠান্ডা হতে দিন। আপনার সুগার ওয়াক্স তৈরি।

ব্যবহারের টিপস

  • এটি ব্যবহার করার আগে ত্বক একেবারে পরিষ্কার ও শুকনো রাখুন।
  • লোমের দিক অনুযায়ী ওয়াক্স মেখে নিতে হবে।
  • কটন স্ট্রিপ চাপা দিয়ে উল্টো দিকে টানতে হবে।
  • একবারেই লোম উঠে যাবে গোড়া থেকে।
  • ওয়াক্সিংয়ের পর অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার লাগাতে হবে। তা হলে কোনওরকম ব়্যাশ, লাল ভাব, জ্বলুনি, চুলকানি হবে না।

এ বারের পুজোর আগে আপনারও যদি সময়ের অভাবে পার্লার বা স্যালোঁয় যাওয়া হচ্ছে না, তা হলে ব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরে নিজেই বানিয়ে নিন এই সুগার ওয়াক্স। আর সেটি ব্যবহার করে পুজোর দিনে পান আত্মবিশ্বাসী লুক, লোমহীন ত্বকের গ্লো। ত্বকের জেল্লা চারিদিকে ঠিকরে বেরবে।