
দুর্গাপুজোর (Durga Puja) আগে সময়ের টানাটানিতে অনেকেই স্যালোঁর দিকে পা বাড়ানোর সুযোগ পান না। যার ফলে ওয়াক্সিং করানোর সুযোগও মেলে না। ফলে প্যান্ডেল হপিং কিংবা বিশেষ দিনে স্টাইলিশ পোশাক পরার ক্ষেত্রেও একটা সমস্যা থেকে যায়। আর তা থাকে অনাকাঙ্ক্ষিত লোমের (Unwanted Hair) জন্য। তবে আর চিন্তার কিছু নেই! ঘরেই সহজে তৈরি করে নিতে পারেন সুগার ওয়াক্স। যা স্যালোঁ ওয়াক্সিংয়ের মতোই কার্যকরী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
চিনি ১ কাপ (এটি ন্যাচারাল বেস), হাফ লেবুর রস (এটি অবাঞ্ছিত লোম তোলার সঙ্গে সঙ্গে ত্বককেও ফর্সা করে), জল পরিমাণমতো। সব একসঙ্গে একটি পাত্রে দিয়ে নাড়তে থাকুন। সিরাপ যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে এবং আঠালো টান টান হবে, তখন নামিয়ে নিতে হবে। এ বার তা ঠান্ডা হতে দিন। আপনার সুগার ওয়াক্স তৈরি।
এ বারের পুজোর আগে আপনারও যদি সময়ের অভাবে পার্লার বা স্যালোঁয় যাওয়া হচ্ছে না, তা হলে ব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরে নিজেই বানিয়ে নিন এই সুগার ওয়াক্স। আর সেটি ব্যবহার করে পুজোর দিনে পান আত্মবিশ্বাসী লুক, লোমহীন ত্বকের গ্লো। ত্বকের জেল্লা চারিদিকে ঠিকরে বেরবে।