Holi 2025: দেদার রং খেলে সাদা জামার বারোটা বেজেছে! এই ৫ টোটকাতেই খেলা শেষ ‘জিদ্দি’ দাগের

Mar 14, 2025 | 7:27 PM

হোলির দিন যাতে ভালো মতো রং ফুটে ওঠে, তাই সাদা জামা অনেকেই পরতে পছন্দ করেন। আর তাতে যখন রং লেগে যায়, তা কিছুতেই উঠতে চায় না। পরের দিন যে কারণে বাড়ে চিন্তা। ঘরোয়া কয়েকটি উপায় মানলেই খুব সহজে সাদা জামা থেকে রং তুলে ফেলা যাবে। জেনে নিন সেই উপায়গুলি।

Holi 2025: দেদার রং খেলে সাদা জামার বারোটা বেজেছে! এই ৫ টোটকাতেই খেলা শেষ জিদ্দি দাগের
দেদার রং খেলে সাদা জামার বারোটা বেজেছে! এই ৫ টোটকাতেই খেলা শেষ 'জিদ্দি' দাগের
Image Credit source: Artur Debat/Moment/Getty Images

Follow Us

সাদা জামায় ইংরেজিতে লেখা ‘HAPPY HOLI’, সঙ্গে পিচকারির ছবি। হোলির দিন এই জামা পরে অনেকেই রং খেলেন। অনেকে আবার জামা থেকে রং তোলার ঝক্কি এড়ানোর জন্য হোলির দিন পুরনো জামা পরেন। এরপর সকাল থেকে চুটিয়ে রং খেলেন। বাঙালিরা যে কোনও উৎসবেই সাজুগুজু করতে ভালোবাসেন। সঙ্গে হইহুল্লোড়, খাওয়া-দাওয়া। অনেক সময় দোলের দিন পার্টির প্ল্যানও থাকে। সেখানে তো আর পুরনো জামা পরা চলে না। ফলে ভালো জামাই পরেন অনেকে। আর হোলির দিন যাতে ভালো মতো রং ফুটে ওঠে, তাই সাদা জামা অনেকেই পরতে পছন্দ করেন। আর তাতে যখন রং লেগে যায়, তা কিছুতেই উঠতে চায় না। পরের দিন যে কারণে বাড়ে চিন্তা। ঘরোয়া কয়েকটি উপায় মানলেই খুব সহজে সাদা জামা থেকে রং তুলে ফেলা যাবে। জেনে নিন সেই উপায়গুলি।

হোলি খেলার পর ঘরোয়া পদ্ধতিতে সাদা জামা থেকে কী ভাবে তুলবেন রং?

১) রং খেলার পরই পোশাক কেচে ফেলতে হবে। তা একদিনের বেশি ফেলে রাখলে, তা থেকে রং তোলা মুশকিল হতে যায়। এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগার মেশান। তার সঙ্গে এক চামচ ডিটারজেন্ট মেশাতে হবে। সেই জলে ৩০ মিনিটি রং মাখা জামাকাপড় ভিজিয়ে রাখতে হবে। এতে সহজেই পোশাক থেকে রং উঠে যাবে।

2) সাদা হোক বা রঙিণ, যদি হোলি খেলার ফলে জামায় হালকা রং হয়, তা হলে তার দাগ তুলতে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড কড়া দাগ তুলতে সাহায্য করে।

৩) এক বালতি ঈষদুষ্ণ জলে দুই থেকে তিন ফোঁটা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার মিশিয়ে একটি মিশ্রণ বানাতে পারেন। এরপর সেই জলে কিছুক্ষণ রং লেগে থাকা পোশাকগুলি ভিজিয়ে রাখতে হবে। তা হলে দেখা যাবে কাচার আগেই অনেকটা রং জামা উঠে যাবে।

৪) সাদা রংয়ের জামা থেকে সহজে দোলের রং তোলার সবচেয়ে ভালো উপায় হল নন ক্লোরিন বিচ। হোলি খেলার পর সাদা পোশাক গরম জলে নন ক্লোরিন বিচ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তার পর ১৫ মিনিট অপেক্ষা করে জামা কেচে শুকিয়ে নিতে হবে। দোলের রং সহজে উঠে যাবে।

৫) যারা বেশি রং খেলেননি, কিন্তু ছিটেফোঁটা রং পোশাকে লেগেছে। তা হলে পোশাকের যে অংশে রং লেগেছে, সেখানে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। এতে সহজেই রং উঠে যাবে।