Valentine’s Week: আই লভ ইউ তো হামেশাই বলেন, অন্য ভাষায় প্রেম নিবেদন করে সারপ্রাইজ দিন পার্টনারকে
মিষ্টি করে যখন প্রেমিক বা প্রেমিকা একে অপরকে বলে 'আমি তোমাকে ভালোবাসি' সেই মুহূর্ত যেন থমকে যায়। বিভিন্ন ভাষায় নানা রকম করে প্রেম নিবেদন করা যায়। আই লভ ইউ তো হামেশাই বলেন, এ বার অন্য ভাষায় প্রেম নিবেদন করে চমকে দিন আপনার পার্টনারকে।

মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু বারো মাস, ভালবাসারই মরশুম, ভালবাসারই মরশুম…
এই গানের কয়েকটা কলি বলে দেয় ভালোবাসার মরশুমের কথা। আর এই বসন্তের আকাশ বাতাস বলছে, চারিদিকে বইছে ভালোবাসার হাওয়া। এমন সময় সঙ্গীকে ভালোবাসি বলতে কে না চান! ভ্যালেন্টাইন্স উইকের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হবে প্রেম যাপনের সপ্তাহ। যা চলবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অবধি। মিষ্টি করে যখন প্রেমিক বা প্রেমিকা একে অপরকে বলে ‘আমি তোমাকে ভালোবাসি’ সেই মুহূর্ত যেন থমকে যায়। বিভিন্ন ভাষায় নানা রকম করে প্রেম নিবেদন করা যায়। আই লভ ইউ তো হামেশাই বলেন, এ বার অন্য ভাষায় প্রেম নিবেদন করে চমকে দিন আপনার পার্টনারকে।
সামনেই ভ্যালেন্টাইন্স ডে। ১৪ ফেব্রুয়ারি হাতে লাল গোলাপের তোড়া সঙ্গে একটা গিফ্ট নিয়ে পৌঁছে যান প্রেমিক/প্রেমিকার কাছে। এরপর সেই বিশেষ মুহূর্ত যখন পার্টনারকে ভালোবাসা প্রকাশ করবেন। সেই সময়টা একটু স্পেশাল বানাতে চান সকলে। নিজের মাতৃভাষা ছাড়াও অন্য ভাষায় প্রেম নিবেদন করে সঙ্গীকে চমকে দিতে চান? নিম্নে উল্লেখ করা হল, বাংলা, ইংরেজি ছাড়া অন্য কয়েকটি ভাষায় কী ভাবে পার্টনারকে বলবেন, যে তাকে কতটা ভালোবাসেন।
বাংলায় কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
আমি তোমাকে ভালোবাসি।
হিন্দিতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
ম্যায় তুমসে প্যায়ার করতা হু (পুরুষদের জন্য)/ ম্যায় তুমসে প্যায়ার করতি হু (মহিলাদের জন্য)।
ইংরেজিতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
আই লভ ইউ।
তেলুগুতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Nēnu ninnu prēmistunnānu
তামিলে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Nāṉ uṉṉai kātalikkiṟēṉ
মারাঠিতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Mī tujyāvar prēm karto (পুরুষদের জন্য) / Mī tujyāvar prēm karte (মহিলাদের জন্য)।
মালয়ালম কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Ñān ninne snēhikkunnu
কন্নড়ে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Nānu ninnannu prītisuttēne
পাঞ্জাবিতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Maiṁ tainū pi’ār kardā hāṁ (পুরুষদের জন্য) /Maiṁ tainū pi’ār kardī hāṁ (মহিলাদের জন্য)
জাপানিতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
愛しています (Aishiteimasu) / 大好きです (Daisuki desu) [casual]
কোরিয়ানে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
사랑해요 (Saranghaeyo) / 사랑해 (Saranghae)
ফরাসি ভাষায় কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Je t’aime
চাইনিজে (Mandarin) কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
我爱你 (Wǒ ài nǐ)
নেপালিতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Ma timīlā’ī māyā garchu
স্প্যানিশে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Te amo / Te quiero
আরাবিক ভাষায় কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Ana uhibbuka (পুরুষদের ক্ষেত্রে) / Ana uhibbuki (মহিলাদের ক্ষেত্রে)
জার্মানিতে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Ich liebe dich
ইতালিয়ানে কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Ti amo
থাই ভাষায় কী বলে সঙ্গীকে প্রেম নিবেদন করবেন?
Chan rak ter (মহিলাদের ক্ষেত্রে) / Phom rak khun (পুরুষদের ক্ষেত্রে)





