Monsoon Tips: একবার ভিজলেই নষ্ট হয়ে যায় চামড়ার জুতো? বর্ষাকালে তাকে কী ভাবে ভাল রাখবেন?
বর্ষাকালে চামড়ার জুতো রক্ষা করা একটু কঠিন, কারণ জলে ভিজে গেলে চামড়া নরম হয়ে যেতে পারে, রঙ উঠে যেতে পারে বা ফেটে যেতে পারে। তবে কিছু সহজ যত্নে আপনার প্রিয় চামড়ার জুতোকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

বর্ষাকালে চামড়ার জুতো রক্ষা করা একটু কঠিন, কারণ জলে ভিজে গেলে চামড়া নরম হয়ে যেতে পারে, রঙ উঠে যেতে পারে বা ফেটে যেতে পারে। তবে কিছু সহজ যত্নে আপনার প্রিয় চামড়ার জুতোকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
প্রথমত, বর্ষাকালে চেষ্টা করুন চামড়ার জুতো না পরে বাইরে বের না হতে। বর্ষার জন্য আলাদা রাবারের বা ওয়াটারপ্রুফ জুতো ব্যবহার করাই উত্তম। তবে যদি ভিজে যাওয়াই পড়ে, তবে যত দ্রুত সম্ভব জুতোটা শুকিয়ে নেওয়া জরুরি। তবে কখনই জুতো সরাসরি রোদে শুকাবেন না, এতে চামড়া শক্ত ও ফেটে যেতে পারে। বরং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন এবং ভিতরে পুরনো খবরের কাগজ ভরে দিন, যাতে আর্দ্রতা শোষণ হয় এবং জুতোর আকৃতি ঠিক থাকে।
দ্বিতীয়ত, জুতোর উপর মাটি বা কাদা জমে থাকলে তা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। প্রয়োজনে সামান্য ভেজা কাপড় ব্যবহার করুন, তবে ব্যবহার শেষে ভালোভাবে শুকিয়ে নিতে ভুলবেন না।
তৃতীয়ত, বর্ষার আগে ও মাঝেমাঝে চামড়ার জুতোয় ওয়াটারপ্রুফিং স্প্রে বা লেদার কন্ডিশনার ব্যবহার করুন। এতে জুতোর উপর একটি সুরক্ষা স্তর তৈরি হয়, যা জলের প্রভাব কমায় এবং জুতোকে নমনীয় রাখে।
চতুর্থত, দীর্ঘ সময় চামড়ার জুতো না পরলে তা ভালোভাবে মোড়ানো অবস্থায় স্যাঁতসেঁতে মুক্ত জায়গায় রাখুন। ভিতরে সিলিকা জেল প্যাক বা কাঠকয়লা রাখতে পারেন, যা আর্দ্রতা শোষণ করে ফাঙ্গাস ও দুর্গন্ধ রোধ করে।
সবশেষে, নিয়মিত জুতোর যত্ন নিন – তা শুধু জুতোর সৌন্দর্যই নয়, টেকসই ব্যবহারের নিশ্চয়তাও দেয়। বর্ষার সময় একটু বাড়তি সচেতনতা ও যত্নই আপনাকে আপনার প্রিয় চামড়ার জুতো দীর্ঘদিন ব্যবহার করতে সাহায্য করবে।
