AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোখের সামনে স্নানের দৃশ্য ভেসে উঠছে! এই স্বপ্নে লুকিয়ে কোন ইঙ্গিত?

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। স্বপ্ন এবং তাঁর মধ্যে লুকিয়ে থাকা অর্থের ব্য়াপারেও এই প্রবাদটা খেটে যায়। অনেকে স্বপ্নে বিশ্বাস করেন, অনেকে পুরো বিষয়টিকেই এড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলে থাকেন, স্বপ্ন আসলে আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা ইচ্ছার প্রকাশ।

চোখের সামনে স্নানের দৃশ্য ভেসে উঠছে! এই স্বপ্নে লুকিয়ে কোন ইঙ্গিত?
Follow Us:
| Updated on: May 16, 2025 | 1:06 PM

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। স্বপ্ন এবং তাঁর মধ্যে লুকিয়ে থাকা অর্থের ব্য়াপারেও এই প্রবাদটা খেটে যায়। অনেকে স্বপ্নে বিশ্বাস করেন, অনেকে পুরো বিষয়টিকেই এড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলে থাকেন, স্বপ্ন আসলে আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা ইচ্ছার প্রকাশ। সেই ইচ্ছাই একটা ইমেজের জন্ম দেয়। আর তা স্বপ্নের রূপ নয়। আবার অনেকে বলে থাকেন, সারাদিন ধরে আমাদের মস্তিষ্ক আমাদের চারপাশের ছোটোখাটো জিনিস সংগ্রহ করতে থাকে। ব্যস্ত দিন কাটিয়ে আমরা যখন গভীর ঘুমে ডুব দিই, তখন সংগ্রহ করা সেই জিনিসগুলো নিয়েই একটা গল্প তৈরি করে আমাদের মস্তিষ্ক আর তাই হল স্বপ্ন। তবে স্বপ্নের আরও একটা দিক রয়েছে। যাঁরা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, তাঁরা অনেকেই স্বপ্নের মধ্যে দিয়ে ভবিষ্যতের সন্ধান পান। তাঁদের মতে, ভবিষ্যত ঘটনার ইঙ্গিতই স্বপ্ন নাকি আগেভাগে দিয়ে দেয়। সেই শাস্ত্র অনুযায়ী, স্বপ্নে যদি আপনি কারও বা নিজের স্নান করা দেখে ফেলেন, তার নেপথ্যে রয়েছে প্রচুর শুভাশুভ ফল।

স্বপ্নশাস্ত্র অনুযায়ী, আপনি যদি স্বপ্নে আপনার প্রিয় মানুষের স্নান দেখেন, তাহলে আপনার সম্পর্ক আরও অটুট হবে। সেই ইঙ্গিতই রয়েছে। পুরনো সব গ্লানি ধুয়ে মুছে প্রিয়জনের সঙ্গে নতুন করে বাঁচার ইঙ্গিতই দেবে এরকম স্বপ্ন।

আপনি যদি দেখেন আপনার পছন্দের নায়ক বা নায়িকা স্নান করছেন, তাহলে বুঝতে হবে কোথাও গিয়ে আপনি তাঁর মতো আচরণ করতে চাইছেন বা তাঁর মতো লাইফস্টাইল অনুকরণ করার চেষ্টায় রয়েছেন। মূলত, একটা লাক্সারি জীবন অপেক্ষা করছে আপনার জন্য। সেই প্রস্তুতিরই ইঙ্গিত রয়েছে এই স্বপ্নে।

তবে শুধু অন্য কারও স্নানের স্বপ্ন নয়। যদি আপনি নিজের স্নানও দেখেন, তাহলে নানান অর্থবহন করে আপনার এই স্বপ্ন। যেমন, আপনি যদি দেখেন, আপনি বাথটবে শুয়ে বা বৃষ্টির জলে স্নান করছেন, তা খুবই শুভ। আপনার জীবনে আচমকাই প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে।

যদি আপনি দেখেন সমুদ্রে স্নান করছেন। তাহলে একটু সাবধান। আপনার এই স্বপ্ন ইঙ্গিত দিচ্ছে, আপনি কোনও বড় বিপদের মুখে পড়তে পারেন কিংবা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। তবে নদীতে স্নান করার স্বপ্ন দেখা বেশ ভালো। বিশেষজ্ঞরা বলছেন, এমন স্বপ্ন সংসারে শান্তি আসার ইঙ্গিত দেয়।