AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IRCTC Tour Package: শ্রাবণের অফার! সস্তায় মহাকাল ও ওঙ্কারেশ্বর ঘুরে আসুন, বিশেষ প্যাকেজ ট্যুর IRCTC-র

দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম হিসাবে বিবেচিত হয়, মহাকাল ও ওঙ্কারেশ্বর। তাই অনেকেই শ্রাবণ মাসে মধ্যপ্রদেশের উজ্জয়নিতে মহাকাল ও মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করতে যান। তাঁদের জন্য সস্তায় বিশেষ ট্যুর প্যাকেজ এনেছে IRCTC, যার নাম উজ্জয়িন-ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, WBH32। এই ট্যুর প্যাকেজের বিশেষ বিষয় হল, এতে আপনি বিমার সুবিধাও পাচ্ছেন।

IRCTC Tour Package: শ্রাবণের অফার! সস্তায় মহাকাল ও ওঙ্কারেশ্বর ঘুরে আসুন, বিশেষ প্যাকেজ ট্যুর IRCTC-র
মহাকাল ও ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ।
| Updated on: Jul 21, 2024 | 9:03 PM
Share

শ্রাবণ মাস মানে মনে করা হয়, শিবের মাস। তাই গোটা শ্রাবণ মাস ধরে শিবের বিশেষ পুজো-পাঠ হয়। অনেকে শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস, শিবের ব্রত পালন করেন। বিশ্বাস, এই মাসে ভগবান শিবের পুজো করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। তাই অনেকেই এই শ্রাবণ মাসে পুণ্য অর্জনের লোভে শিবের বিভিন্ন মন্দির, তীর্থক্ষেত্র এবং জ্যোতির্লিঙ্গ দর্শনে যান। শিব-ভক্তদের কথা মাথায় রেখেই এবার বিশেষ প্যাকেজ ট্যুর এনেছে IRCTC।

দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম হিসাবে বিবেচিত হয়, মহাকাল ও ওঙ্কারেশ্বর। তাই অনেকেই শ্রাবণ মাসে মধ্যপ্রদেশের উজ্জয়নিতে মহাকাল ও মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করতে যান। তাঁদের জন্য সস্তায় বিশেষ ট্যুর প্যাকেজ এনেছে IRCTC, যার নাম উজ্জয়িন-ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, WBH32। এই ট্যুর প্যাকেজের বিশেষ বিষয় হল, এতে আপনি বিমার সুবিধাও পাচ্ছেন।

IRCTC বিশেষ ট্যুর প্যাকেজ

আইআরসিটিসি-র উজ্জয়নি-ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ট্যুর প্যাকেজটি মোট ৩ দিন এবং ২ রাতের। এই প্যাকেজের মাধ্যমে উজ্জয়নির সঙ্গে ইন্দোরের জ্যোতির্লিঙ্গও দেখানো হবে। এই ট্যুর প্যাকেজটি আগামী ২৫ জুলাই, ২০২৪ থেকে শুরু হচ্ছে।

ভাড়া কত হবে?

IRCTC-র উজ্জয়নি-ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ট্যুর প্যাকেজে তিনজনের জন্য ৭,২০০ টাকা দিতে হবে। দু-জন ভ্রমণ করলে ভাড়া হবে ৯,৯৯৯ টাকা। আর যদি একা যান তাহলে ভাড়া আরও বেশি পড়বে। এই প্যাকেজ সম্পর্কিত আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন…

এই ভ্রমণে বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ৫ বছর থেকে ১১ বছরের বাচ্চাদের জন্য আলাদা বেড নিতে পারেন, এর জন্য আপনাকে দিতে হবে ৬,৩০০ টাকা। আর বেড না নিলে ১,৪০০ টাকা লাগবে। এই প্যাকেজে যাতায়াত ভাড়া, জ্যোর্তিলিঙ্গ দর্শন করানো থেকে ব্রেকফাস্টও দেবে IRCTC। এছাড়া দুই শহরে রাত্রিবাসে এসি রুমের সুবিধাও দেওয়া হবে।