AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সন্তানের রেজাল্ট খারাপের কারণ কি বাড়ির পরিবেশ? গবেষণায় উঠে এল অবাক করা তথ্য

গবেষণাটি প্রায় ৯ হাজার শিশুকে নিয়ে করা হয়েছে। শিশুদের বাড়ির পরিবেশ, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, স্কুলে উপস্থিতি এবং একাডেমিক ফলাফল এই সমস্ত দিক একসঙ্গে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, যেসব বাড়িতে অতিরিক্ত ভিড়, স্যাঁতসেঁতে দেওয়াল ও আর্দ্রতা, পর্যাপ্ত আলো ও বাতাসের অভাব, নির্দিষ্ট পড়ার জায়গার ঘাটতি রয়েছে, সেই পরিবেশে বড় হওয়া শিশুরা বছরে গড়ে স্কুলের বেশি দিন অনুপস্থিত থাকে।

সন্তানের রেজাল্ট খারাপের কারণ কি বাড়ির পরিবেশ? গবেষণায় উঠে এল অবাক করা তথ্য
| Updated on: Jan 27, 2026 | 7:13 PM
Share

সন্তানের পড়াশোনার ফল আশানুরূপ হচ্ছে না এই অভিযোগ আজ বহু অভিভাবকের। পড়ায় মন নেই, স্কুলে অনুপস্থিতি বাড়ছে, পরীক্ষার নম্বর কমছে। মোবাইল আসক্তি বা মনোযোগের অভাব ভেবে অনেক বাবা মায়েরাই দায়ী করেন বাচ্চাকে। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, সমস্যার সূত্র অনেক সময় আরও গভীরে থাকে, শিশু যে বাড়িতে বড় হচ্ছে, সেই বাড়ির পরিবেশের জন্যও বাচ্চার পড়াশোনায় ক্ষতি হতে পারে ।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)-এর গবেষকদের করা বহুদিনের একটি গবেষণায় দেখা গিয়েছে, নিম্নমানের আবাসনে বসবাসকারী শিশুদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে। শুধু পরীক্ষার নম্বর নয়, স্কুলে উপস্থিতির হারেও তার স্পষ্ট প্রভাব পড়ছে।

কী বলছে গবেষণা?

গবেষণাটি প্রায় ৯ হাজার শিশুকে নিয়ে করা হয়েছে। শিশুদের বাড়ির পরিবেশ, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, স্কুলে উপস্থিতি এবং অ্যাকাডেমিক ফলাফল এই সমস্ত দিক একসঙ্গে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, যেসব বাড়িতে অতিরিক্ত ভিড়, স্যাঁতসেঁতে দেওয়াল ও আর্দ্রতা, পর্যাপ্ত আলো ও বাতাসের অভাব, নির্দিষ্ট পড়ার জায়গার ঘাটতি রয়েছে, সেই পরিবেশে বড় হওয়া শিশুরা বছরে গড়ে স্কুলের বেশি দিন অনুপস্থিত থাকে। এর ফলে তাদের পড়াশোনার ক্ষতি হয়। অস্বাস্থ্যকর আবাসনের কারণে শিশুরা বেশি অসুস্থ হয়, ঠিকমতো ঘুমাতে পারে না এবং মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। তার তার জন্যই পড়াশোনায় মনযোগী হয়ে পারে না।

বাড়ির পরিবেশ কেন এত গুরুত্বপূর্ণ?

গবেষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বাড়ির পরিবেশ শিশুদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিন ভিড় ও অস্বস্তিকর পরিবেশে বসবাস করলে শিশুদের মধ্যে ক্লান্তি, বিরক্তি দেখা যায়। তার থেকেই দেখা যায় পড়াশোনার প্রতি অনিহা।

ঠিক কী করলে বাচ্চাদের এই সমস্যার সমাধান সম্ভব?

বিশেষজ্ঞদের মতে, আলো-বাতাসযুক্ত, পরিষ্কার ও অপেক্ষাকৃত শান্ত একটি ঘর শিশুর পড়াশোনার জন্য উপযোগী। সেটি না হলে, ভালো স্কুল ও ভালো শিক্ষক থাকা সত্ত্বেও পড়াশোনার ক্ষতি হয়। শিক্ষার ভিত্তি গড়ে ওঠে বাড়ি থেকেই। শিশু যে পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশের ওপর অনেকটাই নির্ভর করে তার ভবিষ্যত।