Dhanteras 2025: ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সত্যিই কি কপাল ঘোরে?

ধনতেরাসের (Dhanteras) দিন সোনা কেনা যে শুভ, তা কমবেশি সকলেরই জানা। তবে সোনার যা দাম, তাতে সকলের তো আর সামর্থ থাকে না লাখ টাকা দিয়ে সোনার কিছু জিনিস কেনার। তাই এই দিনে অনেকেই রূপো, পিতলের জিনিসও কেনেন। আর দেখা যায় অনেককে ঝাড়ু কিনতে।

Dhanteras 2025: ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সত্যিই কি কপাল ঘোরে?
Dhanteras 2025: ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সত্যিই কি কপাল ঘোরে?Image Credit source: Pinterest

Oct 17, 2025 | 12:53 PM

ধনতেরাসের দিন সোনা নয়, বাড়িতে কিনে আনুন একখানা ঝাড়ু। তা হলেই হবে অর্থলাভ। অনেকের বিশ্বাস এটাই। আর পুরাণ কী বলছে? সত্যিই কি এমনটা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন? ধনতেরাসের (Dhanteras) দিন সোনা কেনা যে শুভ, তা কমবেশি সকলেরই জানা। তবে সোনার যা দাম, তাতে সকলের তো আর সামর্থ থাকে না লাখ টাকা দিয়ে সোনার কিছু জিনিস কেনার। তাই এই দিনে অনেকেই রূপো, পিতলের জিনিসও কেনেন। আর দেখা যায় অনেককে ঝাড়ু কিনতে।

আসলে অনেকের বিশ্বাস এদিন একটা নতুন ঝাড়ু কিনলেও নাকি পাওয়া যায় মা লক্ষ্মীর আশীর্বাদ। পুরাণ মতে, ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক। কারণ তা ঘরের ময়লা ও অশুভ শক্তি দূর করে। তাই অনেকের বিশ্বাস ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে বাড়ির দারিদ্র্য দূর করে সমৃদ্ধি আনা সম্ভব। একইসঙ্গে এও বিশ্বাস করা হয়, এদিন নতুন ঝাড়ু কিনলে বছরের বাকি সময় ঘরে অর্থ ও শান্তি বজায় থাকে, ঋণ থেকে মুক্তি মেলে।

এ বার প্রশ্ন, কখন কিনবেন ঝাড়ু, আর রাখবেনই বা বাড়ির কোন জায়গায়? সন্ধ্যার আগে, সূর্যাস্তের পূর্বে ঝাড়ু কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কারণ তখনই মা লক্ষ্মীকে আহ্বান করা হয় আলোর মাধ্যমে। আর, প্রচলিত বিশ্বাস ঝাড়ু যদি দরজার পেছনে বা দক্ষিণ-পশ্চিম কোণে রাখা যায় তা হলে ভাল ফল মেলে। এতে নেগেটিভ এনার্জি দূরে থাকে আর ঘরে আসে ধনসম্পদ।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

আরও পড়ুন – Gold Buying Tips: ধনতেরাসে সোনা কেনা কি জরুরি? মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আর কী কী কিনতে পারেন?

আরও পড়ুন – Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীর দিন ১৪ প্রদীপ না জ্বালালে কি ভূত ধরবে?

আরও পড়ুন – Dhanteras 2025: অমঙ্গলের ভয়! ধনতেরাসে ভুল করে এই জিনিসগুলি কিনবেন না, মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন