করিনা, অনুষ্কার প্রেগন্যান্সি ফ্যাশন ফলো করতে পারেন আপনিও

করিনা এবং অনুষ্কা দুজনেই করোনিয়াল বেবির মা হতে চলেছেন। এই সময়টা সকলের জন্যই চ্যালেঞ্জিং।

করিনা, অনুষ্কার প্রেগন্যান্সি ফ্যাশন ফলো করতে পারেন আপনিও
করিনা এবং অনুষ্কা।

|

Feb 18, 2021 | 1:22 PM

TV9 বাংলা ডিজিটাল: ফ্যাশন এবং স্টাইল। দুটো শব্দের মধ্যে সাধারণ পার্থক্য রয়েছে। কোনও ট্রেন্ড ফলো করে আপনি ফ্যাশনেবল হয়ে উঠতেই পারেন। কিন্তু স্টাইল স্টেটমেন্ট হওয়া উচিত একান্ত নিজস্ব। ঠিক যেমন বলিউডের দুই হবু মা করিনা কপূর খান (Kareena Kapoor Khan) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma) নিজেদের স্টাইল মেনটেন করছেন প্রেগন্যান্সি পিরিয়ডেও।

করিনা এবং অনুষ্কা দুজনেই করোনিয়াল বেবির মা হতে চলেছেন। এই সময়টা সকলের জন্যই চ্যালেঞ্জিং। কারণ অতিমারির অভিজ্ঞতা কারও নেই। যাঁরা মা হতে চলেছেন, তাঁদের জন্য আরও বেশি সাবধানতার প্রয়োজন। করিনা এর আগে তৈমুরের জন্ম দিয়েছেন। কিন্তু অনুষ্কার এই অভিজ্ঞতা প্রথমবার। তবে বেবি বাম্প প্রকাশ্যে নিতে আসতে দ্বিধা করেননি কেউই।

আরও পড়ুন, বিয়ের আগে ত্বকের যত্নে কী কী করবেন?

কখনও সুইমিং পুলে কালো সুইম সুটে ক্যামেরার সামনে এসেছেন অনুষ্কা। যেখানে স্পষ্ট তাঁর মাতৃত্বের সম্ভবনা। আবার রোদ ঝলমলে দিনে নিজেকে সাজিয়েছেন জাম্পশুটেও। কখনও বা ট্র্যাডিশনাল অফ হোয়াইট চূড়িদারে সেজেছেন। আবার কখনও পিঙ্ক সালোয়ারে তাঁকে ফ্রেমবন্দি করেছেন বাবা। সব জায়গাতেই স্বতস্ফূর্ত তিনি। নিজস্ব স্টাইল স্টেটমেন্টই হয়েছে উঠেছে ফ্যাশনের চাবিকাঠি।

আরও পড়ুন, শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেবেন কীভাবে?

অন্যদিকে কম যান না করিনাও। অতিমারির কারণে বাড়ি থেকে বেশ কিছু শুটিং করছেন। সেখানে গাউন এবং হিল পরেই স্বচ্ছন্দ তিনি। আবার বন্ধুদের সঙ্গে ঘরোয়া পার্টিতে ফুল হাতা কামিজ এবং চাপা প্যান্টে স্বচ্ছন্দ তিনি। বেবি বাম্প রয়েছে বলে ফ্যাশনে কোনও ঘাটতি হয়নি।

আরও পড়ুন, শীতের আগে ঘরোয়া ভাবে কীভাবে চুলের যত্ন নেবেন?

প্রেগন্যান্সি পিরিয়ডে অনুষ্কার তুলনায় করিনা অনেক বেশি মিডিয়াকে ফেস করেছেন। আবার ট্রাভেল করছেনও। কখনও উদ্দেশ্য শুটিং, কখনও বা নিছকই বেড়ানো। তাই তাঁর সর্বক্ষণের সঙ্গী মাস্ক। তবে ডিজাইনার নয়। এই ক্ষেত্রে এন৯৫ মাস্কের উপরেই ভরসা রেখেছেন তিনি।