বাম বা ডান চোখ লাফানো কি শুভ? সত্যিটা জেনে নিন
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, অনেকেই মনে করেন চোখ লাফানোর সঙ্গে জীবনে ঘটে যাওয়া, নানা ঘটনার একটা সম্পর্ক রয়েছে। যেমন, অনেকে বিশ্বাস করেন, পুরুষদের ডান চোখ লাফানো ভালো আর মেয়েদের বাম চোখ।

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, অনেকেই মনে করেন চোখ লাফানোর সঙ্গে জীবনে ঘটে যাওয়া, নানা ঘটনার একটা সম্পর্ক রয়েছে। যেমন, অনেকে বিশ্বাস করেন, পুরুষদের ডান চোখ লাফানো ভালো আর মেয়েদের বাম চোখ। আর উলটো হলেই নাকি মহাবিপদ। তা সত্য়িই কি ভবিষ্যতের সঙ্গে চোখ লাফানোর কোনও সম্পর্ক রয়েছে?
জ্যোতিষশাস্ত্রে এর নানা কারণ থাকলেও, চিকিৎসাশাস্ত্রে কিন্ত এই চোখ লাফানো মোটেই শুভ সংকেত নয়। ডাক্তাররা বলে থাকেন, চোখের নার্ভ ক্লান্ত হলেই এমন ঘটে। যা বাম বা ডান, যেকোনও চোখই হতে পারে। আর এই চোখ লাফানোকে চিকিৎসার ভাষায় বলা হয় ‘মায়োকেমিয়া’। প্রতিদিন জীবনযাপনে এমন কিছু অভ্যাস আমরা করে ফেলি, যার রেশ পড়ে শরীরে ও মনে। আর তার ফল স্বরূপই এমন পরিস্থিতি ঘটে।
১) কোনও কারণে মানসিক চাপ বা টেনশন থাকলে, চোখের পাতা কাঁপতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, যখন আমরা কোনও কারণেই অতিরিক্ত চিন্তা করি, তখন মস্তিষ্কে একটা স্ট্রেশ তৈরি হয়। আর সেই স্ট্রেশের ফলই দেখা যায় চোখে।
২) দীর্ঘদিন অনিন্দ্রায় ভুগলেও, চোখের পাতা কাঁপতে পারে। চিকিৎসকদের কথায়, আসলে সারা শরীরের মতো চোখেরও বিশ্রাম প্রয়োজন। আর সেই কারণেই চোখের সঠিক বিশ্রাম না হলে, চোখ কাঁপতে শুরু করে।
৩) আজকাল সারাদিন অফিসে, কাজে বেশিরভাগ মানুষই ল্য়াপটপ, কম্পিউটারে চোখ রাখেন। তারপর বাড়ি ফিরেই ফের চোখ থাকে মোবাইলে। অনেকেই রাতে বিছানায় শুয়ে রাত জেগে ওয়েব সিরিজ ও সিনেমা দেখেন। এর ফলে চোখে চাপ পড়ে। সেই কারণেই সকাল থেকে ডান বা বাম চোখ কাঁপতে শুরু করে।





