AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monsoon Skin Care: বর্ষা এলেও ফিকে হবে না গ্লো, বৃষ্টির দিনে ত্বকের খেয়াল রাখুন এভাবে…

Skin Care Routine: কখনও চড়া রোদ, আবার তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এল। এখন প্রায়শই এমনই ঘটছে। বাতাসে আর্দ্রভাব, বৃষ্টির জল-কাদা আবার রোদ, সব মিলিয়ে ক্ষতি হচ্ছে ত্বকের। কখনও বিরক্ত করছে ব্রণ, আবার কখনও ভয় ধরাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন।

Monsoon Skin Care: বর্ষা এলেও ফিকে হবে না গ্লো, বৃষ্টির দিনে ত্বকের খেয়াল রাখুন এভাবে...
| Updated on: Jul 15, 2024 | 12:07 PM
Share

কখনও চড়া রোদ, আবার তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এল। এখন প্রায়শই এমনই ঘটছে। বাতাসে আর্দ্রভাব, বৃষ্টির জল-কাদা আবার রোদ, সব মিলিয়ে ক্ষতি হচ্ছে ত্বকের। কখনও বিরক্ত করছে ব্রণ, আবার কখনও ভয় ধরাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। যাঁদের ত্বক একটু বেশি সংবেদনশীল, তাঁদের এই মরশুমে ত্বকের সমস্যা ভোগাচ্ছে। বর্ষা এলেই ত্বকের যত্নেও আনুন কিছু পরিবর্তন। এতে শুধু যে ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন, তা নয়, ভাল থাকবে ত্বকও।

সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট জরুরি

বৃষ্টির জল কিন্তু ত্বকের জন্য ক্ষতিকারক। বৃষ্টির জলে এমন অনেক দূষিত পদার্থ রয়েছে, যা ব্রণ, র‍্যাশের জন্য দায়ী। ব্রণর সমস্যায় ভুগলে ত্বকে ওয়াটার বেসড স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। এতে রোমকূপের মুখ বন্ধ হবে না। এতে ব্রণ হওয়ার সম্ভাবনাও থাকবে না।

মুখ পরিষ্কার রাখুন

দিনে দু’বার ক্লিনজার দিয়ে মুখ ধুতেই হবে। ত্বকের উপর জমে থাকা ময়লা, জীবাণু পরিষ্কারের জন্য ভাল মানের ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করা জরুরি। এতে ত্বকের অতিরিক্ত তেলও পরিষ্কার হয়ে যাবে।

ময়েশ্চারাইজার আবশ্যিক

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। কিন্তু তা বলে, ময়েশ্চারাইজার ভুলবেন না। হালকা ও অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে বলিরেখা, ব্রণ ও র‍্যাশের সমস্যাও এড়াতে পারবেন। প্রয়োজনে হাইড্রেটিং মাস্কও ব্যবহার করতে পারেন।

সানস্ক্রিন ভুলবেন না

মেঘলা আকাশ বলে সানস্ক্রিন মেখে বেরোবেন না—এই ভুল একদম করবেন না। বৃষ্টির দিনেও কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। এমনকি বর্ষাকালে এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে ত্বকের একাধিক সমস্যা এড়াতে পারবেন।

এক্সফোলিয়েশন জরুরি

সপ্তাহে অন্তত একদিন ত্বক এক্সফোলিয়েশন করা দরকার। মাইল্ড স্ক্রাব কিংবা অ্যাসিড বেসড পণ্য ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে।