
নয়াদিল্লি: দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসের ৬টা দিন পেরিয়ে গিয়েছে। আজ, ৭ ফেব্রুয়ারি রোজ ডে। কয়েকটা দিন পরই ভ্যালেন্টাইন্স ডে। প্রেমদিবস উদযাপন করার সময় একটু গান হলে মন্দ হয় না। দিল্লিবাসীদের জন্য এ বার সুখবর। টিভি৯ নেটওয়ার্ক এবং রেড হ্যাট কমিউনিকেশন সম্মিলিত হয়ে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। ১৪-১৬ ফেব্রুয়ারি নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল (World Travel and Tourism Festival 2025)।’ সেখানে অসমের সঙ্গীতশিল্পী পাপনের লাইভ কনসার্ট দেখা যাবে। সঙ্গে থাকছে ভ্রমণ সংক্রান্ত নানা ধামাকা। আজকাল ভ্রমণের সংজ্ঞাটাই বদলে গিয়েছে। যদি আপনি ভ্রমণপিপাসু হন, তা হলে ফেব্রুয়ারি মাসের ১৪-১৬ ঢুঁ মারতে পারেন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। কারণ সেখানে ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’ এ ভ্রমণ সংক্রান্ত একগুচ্ছ প্রশ্নের উত্তর পাবেন অনেকে।
‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’-এ যাঁরা আসবেন, তাঁরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবে। সঙ্গে থাকছে ফুড অ্যান্ড কুইজিন জোন। যেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত সব খাবারের স্টল থাকবে। ভ্রমণের সঙ্গে ব্যবসার মেলবন্ধন হওয়ার রাস্তাও থাকবে এই ফেস্টিভ্যালে। কোনও ভ্রমণ প্রেমী নিজের পছন্দ মতো বেড়ানোর জায়গা খুঁজতে চাইলে তাঁদের জন্য থাকবে ওয়ান টু ওয়ান কনসালটেশনের সুবিধা।
পাপনের গানের সুরে জমবে ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’
মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে যে ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’ হবে, সেখানে লাইভ কনসার্ট করবেন পাপন। ভ্যালেন্টাইন্স ডে-র দিন সন্ধেতে তাঁর গানে মুখরিত হব ওই চত্বর।
অঙ্গরাগ মহন্ত হলেন এক জনপ্রিয় গায়ক। যিনি অসমের ছেলে। তাঁকে এই নামে অবশ্য সকলে চেনেন না। তাঁর পরিচিতি পাপন নামেই। হিন্দি, অসমীয়া ও বাংলা ভাষায় গান গেয়েছেন তিনি। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের গানের ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। তাঁর বেশ কিছু গান তরুণ প্রজন্মের মনে দোলা দেয়। ধীরে ধীরে তিনি নিজেকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যাচ্ছেন। ফলে পাপনের গান শুনিয়ে সঙ্গীকে ইমপ্রেশ করতে চাইলে ১৪ ফেব্রুয়ারি পৌঁছে যেতে পারেন ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’-এ।
পাপনের কনসার্টের সময় – ১৪ ফেব্রুয়ারি, ২০২৫। দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে সন্ধে ৭টা থেকে পারফর্ম করবেন পাপন। তাঁর সুরেলা গানের পাশাপাশি ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’-এ থাকছে বাহারি খাবার। ভালো গান ও ভালো খাবার দিয়ে মন জয় করতে অবশ্যই যেতে পারেন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে। উল্লেখ্য, এই ফেস্টিভ্যালের টিকিট বুক করার জন্য ক্লিক করুন BookMyShow.com-এ।