হাতের মুঠোই বলে দেবে মনের কথা! এই উপায়ে যাচাই করুন প্রিয়জনকে
শুধু হাতের রেখাই নয়, মানুষের মনের রকমফের জানতে হাতের মুঠো এবং মুঠো করার কায়দাই বলে দেবে, আপনার সামনের মানুষটি ঠিক কেমন।

হাতের চেটোয় ভাগ্যরেখা। জ্যোতিষীরা তা মেপেজুকে মোটামুটি আন্দাজ দিয়ে দেন, ভবিষ্যতে ঘটবে কী। কিন্তু জানেন কি? শুধু হাতের রেখাই নয়, মানুষের মনের রকমফের জানতে হাতের মুঠো এবং মুঠো করার কায়দাই বলে দেবে, আপনার সামনের মানুষটি ঠিক কেমন।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। একেকজন মানুষ, একেকরকম ভাবে হাত মুঠো করেন। আর মুঠোর সময় তাঁদের বুড়ো আঙুলের চারপাশে যে চামড়ার ভাঁজ পড়ে, তা আসলে চিনিয়ে দেয়, মনকে। বলা যায়, এ ব্যাপারে বুড়ো আঙুলই হল মানদণ্ড।
১) মুঠো করার সময় যদি কারও বুড়ো আঙুলটি মুঠোর উপরের দিকে অন্যান্য আঙুলের উপর শোয়া অবস্থায় থাকে, তাহলে এই ধরনের মানুষ, খুব মনখোলা হয়। নতুন নতুন জিনিস শেখার তাঁদের মধ্যে একটা আগ্রহ থাকে। তবে সঙ্গে সঙ্গে নিজের জগতেও হারিয়ে যেতে ভালোবাসেন এসব মানুষ।
২) যদি মুঠো করার সময় বুড়ো আঙুলটি হাতের মুঠোর ভিতর থাকে, তাহলে সেসব মানুষের হৃদয় খুব বড়মাপের হয়। খুবই কেয়ারিং হয়। এবং দিবাস্বপ্ন দেখতে ভালোবাসেন।
৩) অনেকে মুঠো করার সময় বুড়ো আঙুলটি উপরের দিকে মুখিয়ে থাকে। অর্থাৎ থাম্বস আপের কায়দায়। এই ধরনের মানুষ, অত্যন্ত আত্মবিশ্বাসী ও সংবেদনশীল হয়ে থাকে। নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। বিচক্ষণও হয়।
৪) অনেকেই মুঠো করার সময় তাঁদের বুড়ো আঙুলকে একপাশে শুয়ে রাখেন। এবং মুঠোটি হালকা হয়। এই ধরনের মানুষদের আত্মবিশ্বাস বেশ কম। এরা সাধারণ অধিক পরিশ্রমেই দিনযাপন করেন। তবে মানুষ হিসেবে এরা খুবই ভালো। মন খোলও হন, দয়ালুও হন।





