AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হবু মায়েদের আচমকাই রক্তচাপ বাড়ছে? বিপদে পড়ার আগে এই পরীক্ষা করান

এই সময় প্রয়োজন হলে হবু মাকে ভর্তি রেখে নিয়মিত মনিটরিং করার দরকার হতে পারে।তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের সাহায্যে রক্তচাপ ঠিক রাখা যায়।

হবু মায়েদের আচমকাই রক্তচাপ বাড়ছে? বিপদে পড়ার আগে এই পরীক্ষা করান
Image Credit: Social Media
| Updated on: Apr 30, 2025 | 8:32 PM
Share

গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে গেলে অনেক সময় তা বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে গেলে অনেক সময় হবু মায়েদের প্রসাব দিয়ে প্রোটিন বেরিয়ে যায়। রক্তচাপ বাড়লে ইউরিন টেস্ট করে এটা দেখে নেওয়া হয়।এই দুই সমস্যাকে একসঙ্গে বলে প্রিএক্লাম্পশিয়া।এই অবস্থা মা ও সন্তান দুজনের জন্যেই ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত চিকিৎসা শুরু করতে হয়।

এই সময় প্রয়োজন হলে হবু মাকে ভর্তি রেখে নিয়মিত মনিটরিং করার দরকার হতে পারে।তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের সাহায্যে রক্তচাপ ঠিক রাখা যায়।গর্ভাবস্থায় রক্তচাপ বাড়ার কোনও সুনির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, জানান অভিনিবেশ। তবে এতদিন এই সমস্য়া আগে থেকে সনাক্ত করার কোনও পদ্ধতি ছিল না। তবে সম্প্রতি আইআইটি মাদ্রাজের বিজ্ঞানিরা আবিষ্কার করে ফেললেন নতুন এক প্রযুক্তির। যার সাহায্যে আগে থেকেই এই সমস্যা ধরা পড়বে। আর এই প্রযুক্তির সাহায্যে হবু মায়ের পরীক্ষা হলে মাত্র ৩০ মিনিটেই রিপোর্ট পাওয়া যাবে। বিজ্ঞানিরা এই পরীক্ষার নাম দিয়েছে বায়োসেন্সর পয়েন্ট অফ কেয়ার। ফাইবার অপটিকের সাহায্যেই হবে এই পরীক্ষা।

হবু মা কিন্তু চট করে বুঝতে পারবেন না যে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছে। উচ্চ রক্তচাপের সে রকম নির্দিষ্ট কোনও উপসর্গ নেই।কিন্তু রক্তচাপ বাড়তে শুরু করলে মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, হাঁপিয়ে ওঠা, কাজে অনীহা, দুর্বল বোধ করা এবং পা ফোলার মত কিছু সাধারণ উপসর্গ দেখা যায়। তাই গর্ভে সন্তান এলেই হবু মায়ের রক্তচাপ নিয়মিত চেক করা জরুরি। তবে বিজ্ঞানিদের আশা এই পরীক্ষার দ্বারা খুব সহজেই রোগ সনাক্ত করা যাবে।