AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premanand Maharaj: ভগবান কি সত্যিই আমাদের সব কথা শোনেন? প্রেমানন্দ মহারাজ বললেন…

বহু মানুষের মনেই এই প্রশ্ন আসে, আমরা যখন পূজা করি বা মনে মনে প্রার্থনা করি, তখন ভগবান কি সত্যিই তা শোনেন? অনেকেই বলেন, ভক্তিভরে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে তিনি অতি অবশ্যই শোনেন। বৃন্দাবনের বিখ্যাত সাধু প্রেমানন্দ মহারাজ এই বিষয়টি নিয়ে জানিয়েছেন।

Premanand Maharaj: ভগবান কি সত্যিই আমাদের সব কথা শোনেন? প্রেমানন্দ মহারাজ বললেন...
ভগবান কি সত্যিই আমাদের সব কথা শোনেন? প্রেমানন্দ মহারাজ বললেন...Image Credit: Pinterest
| Updated on: Nov 13, 2025 | 7:05 PM
Share

বহু মানুষের মনেই এই প্রশ্ন আসে, আমরা যখন পূজা করি বা মনে মনে প্রার্থনা করি, তখন ভগবান কি সত্যিই তা শোনেন? অনেকেই বলেন, ভক্তিভরে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে তিনি অতি অবশ্যই শোনেন। বৃন্দাবনের বিখ্যাত সাধু প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj) এই বিষয়টি নিয়ে জানিয়েছেন। তাঁর সৎসঙ্গে একজন ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, ভগবান সত্যিই আমাদের প্রতিটি কথা শোনেন এবং আমাদের সমস্ত দুঃখ-কষ্টের কথা তাঁর কাছে পৌঁছয়।

জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, ভগবান আমাদের একটিও কথা বাদ দেন না, তিনি সব কথা শোনেন। মহারাজজির কথায়, আমাদের একমাত্র আসল সম্পর্ক হল ভগবানের সঙ্গে। আমরা তাঁর ভালবাসার জন্যই জীবন ধারণ করি এবং তিনি সবসময় আমাদের আশেপাশে থাকেন। মহারাজের মতে, ভক্তের বড় থেকে অতিবড় সমস্যাও ভগবান নিমেষে দূর করে দেন।

মহারাজের নিজস্ব অভিজ্ঞতা

প্রেমানন্দ মহারাজ নিজের জীবনের দুটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন, যা তাঁর বিশ্বাসকে আরও দৃঢ় করে। তিনি জানান, তিনি ছোটবেলা থেকেই ভগবানের সেবা করে আসছেন। তাঁর অভিজ্ঞতা হল, তিনি যখনই কিছু চেয়েছেন, ভগবান তা মিনিটের মধ্যে নয়, বরং সেকেন্ডের মধ্যে শুনেছেন এবং ফল দিয়েছেন।

এ ছাড়া প্রেমানন্দ মহারাজ গঙ্গার ধারে একটি ঘটনার কথাও বলেন। তিনি তখন ভগবানের নাম স্মরণ করতে করতে লাঠি ঘোরাতে ঘোরাতে আনন্দে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পান, কেউ বলছে, “দাঁড়াও, সামনে পাঁক আছে।” এরপর তিনি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পাননি। কিন্তু পরমুহূর্তে তিনি যখন তাঁর লাঠিটি সামনের মাটিতে মারেন, তখন লাঠিটি সম্পূর্ণ ভেতরে ঢুকে যায়। এর থেকে বোঝা যায় যে, মাটির ওপরে পাতলা স্তর থাকলেও নিচে গভীর পাঁক ছিল। এই অলৌকিক সতর্কতার মাধ্যমে তিনি নিশ্চিত হন যে অদৃশ্যভাবে ভগবানই তাঁকে আসন্ন বিপদ থেকে রক্ষা করেছেন।

প্রেমানন্দ মহারাজ তাঁর ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে, আমাদের প্রার্থনা কখনই বৃথা যায় না। ভগবান আমাদের প্রতিটি কষ্টের কথা শোনেন এবং প্রয়োজনে দ্রুত সাড়া দেন।