Makeup Items: পুজোয় মেকআপের সরঞ্জাম কিনছেন? ৩ টিপস মাথায় না রাখলেই বিপদ

Sep 24, 2024 | 4:26 PM

Makeup Items: পুজোর মানানসই মেকআপ না হলে যে পুরো লুকটাই মাটি। তবে সাজতে গেলে তো সাজার সামগ্রীও চাই। মেকআপের জিনিসপত্র কেনার সময় কোন ৩ জিনিস মাথায় জরুরি জানেন তো?

Makeup Items: পুজোয় মেকআপের সরঞ্জাম কিনছেন? ৩ টিপস মাথায় না রাখলেই বিপদ
Image Credit source: Plume Creative

Follow Us

দোরগোড়ায় কড়া নাড়ছে পুজো। জোরকদমে চলছে পুজোর কেনাকাটা। সপ্তাহান্তে উপচে পড়া ভিড় নিউ মার্কেট থেকে গড়িয়াহাটে। তবে পুজোর আগে কেবল জামাকাপর কিনলেই কিন্তু হবে না। রূপটানের দিকটা এড়িয়ে গেলে সবটাই মাটি।

পুজোর মানানসই মেকআপ না হলে যে পুরো লুকটাই মাটি। তবে সাজতে গেলে তো সাজার সামগ্রীও চাই। মেকআপের জিনিসপত্র কেনার সময় কোন ৩ জিনিস মাথায় জরুরি জানেন তো? না জানলেও এই প্রতিবেদনে রইল টিপস।

১) চোখের মেকআপের জন্য কী কী কিনবেন?

আইশ্যাডো অবশ্যই কিনবেন। লাল, পান্না-সবুজ, কালচে নীল, কমলার মতো রং দারুণ মানায় সান্ধ্য-সাজে। কাজল পরলে অনেক সময় তা ঘেঁটে যায়। তাই এমন কাজল চাই যা ‘স্মাজ প্রুফ’। সঙ্গে লাইনার বা মাস্কারাও রাখতে পারেন। লাইনার পরতে অনেকেরই হাত কাঁপে। সেক্ষেত্রে পেনসিল লাইনার বা লাইনার পেন ব্যবহার করতে পারেন। সুবিধে হবে।

২) ফাউন্ডেশন

ফাউন্ডেশন ইচ্ছে মতো লাগালেই কিন্তু হল না। নিজের ত্বকের রঙের সঙ্গে মানিয়ে ফাউন্ডেশন কিনুন। তবে মেকআপ করার অভ্যাস না থাকলে তরল ফাউন্ডেশন ব্যবহার করাই ভাল। তাতে মেলাতে সুবিধা হবে। ম্যাট ফাউন্ডেশন কিনতে পারেন। অন্য ফাউন্ডেশনের চেয়ে এগুলি অনেক বেশি দীর্ঘস্থায়ী। তাই অনেক ক্ষণ প্যান্ডেলে ঘুরলেও আপনার সাজ থাকবে একদম ছবির মতো।

৩) হাইলাটারের ব্যবহার

পুজোর সন্ধেয় নিজের মেকআপে বাড়তি চমক আনতে হবে হাইলাইটার থাকাটা কিন্তু মাস্ট। ফাউন্ডেশন লাগানোর পরে মমুখের দীপ্তি বাড়িতে তুলতে হলে গালে, কপালে সামান্য হাইলাইটারের ছোঁয়া থাকলে ভাল। তবে বেশি ঝকমকে বা রং বেরঙের হাইলাইটার না কিনে গোলাপি আভা আসবে এই রকম হাইলাইটার রাখাই ভাল।

Next Article