AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Remove Dark Circles: কফি, মধু, কাঁচা হলুদে দূর হবে চোখের নীচের কালো দাগ, কীভাবে জানেন?

Dark Circle around Eyes: এই লক্ষণ দেখা দিলে, শুরু থেকেই সে ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। এমনকি এর জন্য বাজার থেকে প্রসাধনী কেনারও প্রয়োজন পড়ে না। ঘরোয়া কিছু উপায় মানলেই চোখের নীচে কালো দাগের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

Remove Dark Circles: কফি, মধু, কাঁচা হলুদে দূর হবে চোখের নীচের কালো দাগ, কীভাবে জানেন?
অনেকেরই চোখের নীচে ডার্ক সার্কেল থাকে। ঘুম কম হওয়া বা মানসিক চাপ ভেবে এটা অনেকেই উপেক্ষা করেন। কিন্তু, এটা শারীরিক দুর্বলতা, অ্যালার্জি বা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শে ওষুধ ও পথ্য ঠিকমতো নিলে এই সমস্যা কেটে যাবে
| Updated on: Jun 02, 2024 | 3:35 PM
Share

অনেকেরই চোখের নীচে কালির দাগ দেখা যায়। ঠিক মতো ঘুম না হওয়া, অতিরিক্ত চিন্তা থেকেও এ ধরনের কালি দেখা যায় চোখের নীচে। তা একবার হওয়া শুরু হলে, তা যেন বাড়তেই থাকে। তাই এই লক্ষণ দেখা দিলে, শুরু থেকেই সে ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। এমনকি এর জন্য বাজার থেকে প্রসাধনী কেনারও প্রয়োজন পড়ে না। ঘরোয়া কিছু উপায় মানলেই চোখের নীচে কালো দাগের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

কফি পাউডারের সঙ্গে সম পরিমাণ কোকো পাউডার মেশান। এতে মদু যোগ করুন। এবার ভালো করে ঘেঁটে মিশ্রণ তৈরি করুন। তার তা চোখের গোঁড়া-সহ পুরো মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর তা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। এর পর ময়েশ্চরাইজার হিসাবে আমন্ড তেল লাগান চোখের নীচে। প্রতিদিন রাতে শোয়ার আগে এই প্যাক ব্যবহার করুন। দিক কয়েক ব্যবহারের পরই পার্থক্য বুঝতে পারবেন।

চোখের নীচে কালো দাগ দূর করতে নারকেল তেল ও কাঁচা হলুদের প্যাকও দারুণ কাজ দেয়। এই প্যাক বানানোর জন্য কাঁচা হলুদ বেঁটে নিন। তার পর তাতে নারকেল তেল ও আমন্ডের তেলব মেশান। ঘন করে এই মিশ্রণ তৈরি করুন। তার পর চোখের নীচ সহ গোটা মুখে মেখে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

দই ও মধুর মিশ্রণও চোখের নীচে কালো দাগ দূর করতে কার্যকরী। দই, মধু ও কয়েক ফোঁটা গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। তার পর তা চোখের নীচে লাগান। এর পর একটু শুকিয়ে এলে ঈষদ উষ্ণ জলে মুছে নিন। তার পর অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। দিনে দুবার এই মিশ্রণ দিন কয়েক ব্যবহারে চোখের কালো দাগ দূর হবে।