Himalayas In Autumn: শরতের ঝলমলে আবহাওয়ায় হিমালয়ের ‘বিষ্ময়কর রূপ’ দেখেছেন কখনও?
শরত আসতে না আসতেই হিমালয় পর্বতের রঙ বদলাতে থাকে। প্রকৃতির সঙ্গে সঙ্গে হিমালয়ের গায়ে উঁচু উঁচু গাছগুলির পাতার রঙ স্পষ্ট হয়ে ওঠে। শরতের আবহাওয়ায় হিমালয়ের রূপই আলাদা।
ভারতেরর উত্তর সীমান্ত-জুড়ে অনেকটা অংশ দখল করে রেখেছে হিমালয় পর্বতমালা। পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এই পর্বতমালার ভয়ংকর ও সৌন্দর্য থেকে কেউ মুখ ফেরাতে পারবে না। প্রতিটি ঋতুতেই রূপ বদলায়। তীব্র শীতের আগে শরতে হিমালয়ের রঙ-রূপ দেখার জন্য দেশ-বিদেশ থেকে পর্যটকের ভিড় হয়। এমন বিস্ময় সারা বিশ্বে খুব কমই রয়েছে। শরতের ঝলমলে রোদ্দুরের জেরে পর্বতের শীর্ষগুলি হিরের ছটার মতো চোখে ধাঁধা লাগায়।
শরত আসতে না আসতেই হিমালয় পর্বতের রঙ বদলাতে থাকে। প্রকৃতির সঙ্গে সঙ্গে হিমালয়ের গায়ে উঁচু উঁচু গাছগুলির পাতার রঙ স্পষ্ট হয়ে ওঠে। শরতের আবহাওয়ায় হিমালয়ের রূপই আলাদা।
হৃষিকেশ
হিমালয় জুড়ে প্রতিটি অঞ্চলে শরতের মাসগুলিতে দারুণ অফার চলে। উত্তরাখণ্ডের হৃষিকেশের বনাঞ্চল ঘুরে দেখতে পারেন। পাহাড়ের খুব বেশি উপরে নয়, কিন্তু শরতের হিমালয়ের বুকে দুঃসাহসিক ভ্রমণের অভিজ্ঞতা নিজেকে উপহার দিতে পারেন।
দার্জিলিং
শরতের সময় উত্তরবঙ্গের যে কোনও জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেখার সুযোগ মেলে। এই সময় আবহাওয়া মনোরম হওয়ার কারণে দার্জিলিং হল অন্যতম আকর্ষণীয় স্থান। ঠান্ডা বাতাস, উজ্জ্বল ও প্রাণবন্ত সূর্যের তাপ, পর্যটকের মন শান্ত করে তোলে।
নেপাল
হিমালয়ের কোলে একটি পাহাড়ি দেশ হল নেপাল। হিমালয়ের সাম্রাজ্যের দর্শনীয় জগতের একটি সুন্দর আবাসস্থল। গোটা নেপাল জুড়ে শরতের সময় এক অবিশ্বাস্য আবহাওয়া তৈরি হয়, যা পাহাড়ির পরিবেশেকে আরও বেশি করে মুগ্ধ করে তোলে।
পার্বতী ভ্যালি
পার্বতী উপত্যকা হল শরতের আকাশে মোহনীয় একটি জায়গা। শরেতর আবহাওয়া ও প্রকৃতির রং একসঙ্গে উপভোগ করার জন্য এই বিখ্যাত উপত্যকায় একবার ঢুঁ দেওয়া উচিত সকলের।
সিকিম
শরতের সময় হিমালয়ের বিস্ময়কর জায়গাগুলির মধ্যে সুপরিচিত এই সিকিম। সুন্দর আবহাওয়া, নৈসর্গিক হিমালয়ের রূপ এই সময়ে দারুণ উপভোগ করার মতো। ট্রেকিংয়ের জন্য, সিকিমের গ্রামাঞ্চল উপভোগ করার জন্য সঙ্গে ক্যামেরা থাকলেই সিকিম ভ্রমণ সার্থক হবে।
আরও পড়ুন: River Ghats: ভারতের জনপ্রিয় ঘাটগুলি আকর্ষণীয় হয়ে ওঠার কারণ কী?