ওয়ার্ক ফ্রম হোম থেকে ব্রেক চাই? বাজেটের মধ্যেই ল্যাপটপ নিয়ে হাজির হোন এই ৫ গন্তব্যে…

পাহাড়ের চূড়ায় হোটেলের ব্যলকনিতে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে ওয়ার্ক ফ্রম হোম কাজ সেরে ফেলার আনন্দই আলাদা।

ওয়ার্ক ফ্রম হোম থেকে ব্রেক চাই? বাজেটের মধ্যেই ল্যাপটপ নিয়ে হাজির হোন এই ৫ গন্তব্যে...
প্রতীকী ছবি

| Edited By: দীপ্তা দাস

Aug 29, 2021 | 8:22 AM

লকডাউনে ঘরের চারদেওয়ালে ওয়ার্ক ফ্রম হোমের চাপ থেকে মুক্তি চাইছেন? কিন্তু ছুটি পাচ্ছেন না। তাতে কী! পুরো অফিসের কাজকর্ম সঙ্গে নিয়ে কম বাজেটের মধ্যে সুন্দর জায়গায় শান্তি বসে কাজ করতে পারবেন, এমন আইডিয়া আমাদের কাছে রয়েছে। আসল কথা হল, ল্যাপটপ নিয়ে এবার বাড়িতে নয়, খোলামেলা, মনোরম পরিবেশের মধ্যে বসেও অফিসের চাপ সামলে নিতে পারবেন। মুক্ত আকাশ, বিশুদ্ধ বাতাস, সুন্দর প্রাকৃতিক দৃ্শ্যের মাঝে ওয়ার্ক ফ্রম হোম যেমন হবে, তেমনি ছুটির মেজাজেও থাকা যাবে। ভারতের বহু রাজ্যেই লকডাউন শিথিল করা সিদ্ধান্ত নিয়েছে। আবার কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি হওয়া করোনা নিয়ম বিধি কঠোর রাখা হয়েছে। তবে মানসিক ও শারীরিক বিশ্রামের দরকার হলে , অফিসকে সামলেও চুটিয়ে ছুটি উপভোগ করা যায়।

নাগগার, হিমাচল প্রদেশ

এটি একটি ছোট শহর যেখানে কয়েকটি ক্যাফে রয়েছে। এই ধরণের গন্তব্য পৌঁছানোর জন্য যে কোনও সময় ব্যাকপ্যাক নিয়ে চলে যাওয়া যায়। বাজেটের মধ্যেই এই সুন্দর শহরে নিজের মতো করে সময় কাটাতে পারবেন। সুন্দর থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া যদি নিজে রান্না করে খেতে চান, তেমন হোটেলেও ব্যবস্থা রয়েছে। সারা দিন অফিসের কাজ সেরে স্থানীয় কয়েকটি জায়গায় ঘুরে আসতে পারেন। কয়েকটি জায়গায় ট্রেক করারও ব্যবস্থা রয়েছে।

মান্দাওয়া, রাজস্থান

ভারতজুড়ে এমন অনেক ক্ষুদ্র জনপদ রয়েছে যেখানে ছোট ছোট সম্পত্তি নিয়ে গর্ব করা হয়। যা কেবল সাশ্রয়ী নয়, বরং একটি সমৃদ্ধ অভিজ্ঞতাও দেয়। তেমন জায়গা রয়েছে রাজস্থানের মান্দাওয়াতে। বাজেটের মধ্যেই হোটেল বুক করতে হলে আগে থেকে অনলাইনে বুক করতে পারেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে শহরের সৌন্দর্য ও গুরুত্বের কথা জানতে পারেন। অজিতগড়ের দিয়ে যাওয়ার রাস্তায় পড়ে এই ছো্ট শহরটিকে। অফিসের চাপ সামলে ১৯ শতকের রয়্যাল প্রসাদগুলি দেখতে যাও.ার পরিকল্পনা করতে পারেন। এমন ছোট্ট শহরে দিন তিনেক থাকলেই জীবনের সেরা সময়টি কাটাবেন, গ্যারান্টি।

গোয়া

জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে গোয়া অন্যতম। বাজেটের মধ্যে সহোটেল ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। ছোট্ট অ্যাপার্টমেন্ট বুক করে সেখানে দিন কয়েক কাটিয়ে আসুন। সঙ্গী থাকুক ল্যাপটপ। তবুও প্রাণের আনন্দের রসদ খুঁজে পাবেন এখানে।

বীর, হিমাচল প্রদেশ

কাজের সুবিধার জন্য হিমালয়ের অপরূপ সৌন্দর্যের মাঝে থাকতে চাইলে, তারও ব্যবস্থা রয়েছে। হিমাচল প্রদেশের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান হল বীর। পাহাড়ের চূড়ায় হোটেলের ব্যলকনিতে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে ওয়ার্ক ফ্রম হোম কাজ সেরে ফেলার আনন্দই আলাদা। এখানে রয়েছে ব্যাকপ্যাকার হোটেল, উচ্চ গতিসম্পন্ন ওয়াইফাই, বাইরে মনোরম পরিবেশ, দূরে বরফাবৃত পর্বতের সুন্দর দৃ্শ্য ও অতিথি সেবায় মুগ্ধ হবেন আপনি। বাড়িতে থাকার অনুভূতি পাবেন এখানে। পাহাড় যদি ভাললাগার জায়গা হয় ও সাশ্রয়ী মূল্যে হাতের কাছে সব পাওয়ার ব্যবস্থা অন্য কোথাও পাবেন না।

গ্যাংটক

নৈসর্গিক রুট এবং পাস দিয়ে বিন্যস্ত গ্যাংটক আপনাকে জীবনে অনেক স্বাচ্ছন্দ্য বোধ এনে দেবে। কর্মক্ষেত্রে থেকে ব্রেক নিতে হলে গ্যাংটক হল আদর্শ জায়গা। শান্তিপূর্ণ পরিবেশের কারণে, আপনার অফিসের কাজ করা সহজ মনে হতে পারে। আবার বাজেটের মধ্যেই সবকিছু পাবেন হাতের কাছেই।

 

আরও পড়ুন: চম্পাওয়াতের সৌন্দর্যে মুগ্ধ সারা বিশ্ব! উত্তরাখণ্ডের ট্যুরিজম অ্যাম্বাসাডর এবার পবনদীপ রাজন